আলিপুরদুয়ার, 6 ফেব্রুয়ারি : DA-র স্মরণসভার আয়োজন করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষক-শিক্ষিকারা ৷ আজ বিকেলে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে তাঁরা এই অভিনব প্রতিবাদের আয়োজন করেন ৷ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেবেন বলে জানান তাঁরা ৷
আচমকা দেখলে মনে হবে কারও স্মরণসভা চলছে ৷ বাস্তবিকই স্মরণসভার আয়োজন করা হয়েছিল অলিপুরদুয়ারের জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে ৷ আয়োজক নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি । শিক্ষকদের দাবি, তাঁদের কাছে DA 'মৃত'৷ প্রাপ্য DA থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে ৷ তাই এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তাঁরা ৷ নিজেদের প্রাপ্য DA -এর স্মরণে 30 সেকেন্ড নীরবতাও পালন করেন শিক্ষক-শিক্ষিকারা ৷ আজ স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে DA বেদি তৈরি করে তার পাশে একটি খেলনা কুকুর রাখেন তাঁরা ৷ কাগজে ঘেউ ঘেউ লিখে প্রতিবাদ জানান ৷ শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুজিত কুমার দে বলেন, ‘‘DA ছাড়াই পে কমিশনের ঘোষণা করা হয়েছে ৷ এটা আমাদের অধিকার ৷ নিজেদের প্রতি বঞ্চনার প্রতিবাদে আমরা স্মরণসভার আয়োজন করেছি ৷ আমরা আশা করছি যে, বিযয়টি ফের বিবেচনা করা হবে ৷ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি ৷ আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব ৷ যা যা করার দরকার, তাই করব ৷’’