পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষকের বদলি আটকাতে স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ স্থানীয়দের - স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ

দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নার্জিনারির বদলির পিছনে দায়ি স্কুলের কয়েকজন শিক্ষক । কোনও এক নেতার কথায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই অভিযোগ জানান তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে । তাঁদের দাবি না মানা হলে অবরোধের হুঁশিয়ারিও দেন তিনি।

teacher in charge agitation
স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ

By

Published : Feb 4, 2020, 2:21 AM IST

আলিপুরদুয়ার , 3 ফেব্রুয়ারি : আলিপুরদুয়ারে দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । এই বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে । বদলি রোখার দাবিতে স্কুল পরিদর্শকের টেবিল চাপড়ে ধমক দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নার্জিনারি । ছাত্র ও স্থানীয়দের দাবি , তিনি আসার পর থেকে স্কুলের উন্নতি হয়েছে । তিনি আসার পর থেকেই শিক্ষকরা সময় মতো স্কুলে আসা শুরু করেন ৷ স্কুলে শিক্ষকদের হাজিরার জন্য় বায়োমেট্রিক পদ্ধতি চালু হয় । গরিব ছাত্রদের নিজের বাড়িতে পড়াশোনা করাতেন তপনবাবু । অভিযোগ, কোনও এক নেতা তপনবাবুর বদলির পিছনে রয়েছেন ৷

জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে তপনবাবুর বদলি আটকাতে স্থানীযদের পাশে দাঁড়ান ৷ এলাকাবাসীদের একাংশকে সঙ্গে নিয়ে তিনি আলিপুরদুয়ার জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানান । হুঁশিয়ারি দেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি না রুখলে ছাত্র ও স্থানীয়রা মিলে পথ অবরোধে সামিল হবে ।

তপন নার্জিনারির বদলিকে কেন্দ্র করে স্কুল পরিদর্শকের দপ্তরে একটি জরুরি মিটিংও ছিল । জেলা স্কুল পরিদর্শকের কাছেসেই মিটিং স্থগিত করার দাবি জানান নিরঞ্জন দে । তাঁর অভিযোগ, এক নেতার অঙ্গুলি হেলনে তপনবাবুকে বদলি করে দেওয়া হচ্ছে ।

এই প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক তপন সিনহা জানান, সাধারণ মানুষ চাইছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই স্কুলে থাকুক । আবার স্কুলের কিছু শিক্ষক চাইছেন যাতে তপন নার্জিনারিকে সরিয়ে দেওয়া হয় । স্কুলের পক্ষে যেটা ভালো হবে সেদিকে নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details