পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা শ্রমিকরা জমির পাট্টা ছাড়াও পাবেন বাড়ি তৈরির টাকা, আলিপুরদুয়ারে কল্পতরু মমতা

Mamata Banerjee at Alipurduar: আলিপুরদুয়ারে গিয়ে চা শ্রমিকদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন তিনি সরকারি অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে, চা শ্রমিকরা জমির পাট্টার পাশাপাশি বাড়ি তৈরির জন্য কিছু টাকাও পাবেন ৷

Mamata Banerjee at Alipurduar
আলিপুরদুয়ারে কল্পতরু মমতা

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 2:28 PM IST

আলিপুরদুয়ার, 10 ডিসেম্বর:লোকসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের মন পেতে আলিপুরদুয়ারে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এ দিন সরকারি অনুষ্ঠানে ঘোষণা করলেন যে, এ বার থেকে চা শ্রমিকরা পাট্টার পাশাপাশি বাড়ি বানানোর টাকাও পাবেন । শুধু তাই নয়, বন্ধ চা বাগানের শ্রমিকদের এই মাস থেকে 1500 টাকা করে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী ৷ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন ।

মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, "চা বাগানের মজদুর লোকেদের জানাতে চাই, আমরা সবাইকে পাট্টা দেব । আমরা অনেক জমি নিয়েছি । কাজ চলছে । আমরা অনেক জমি অধিগ্রহণ করেছি । আমি জেলাশাসককে বলব যে, জমি যে বাগান থেকে পাওয়া যায়নি সেগুলো নিয়ে নিতে হবে । এই দফায় ছয় হাজার পাট্টা দেব । আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 13 হাজার পাট্টা এই দফায় দেব ৷ বাকি জায়গায় তাড়াতাড়ি রিভিউ করে চা বাগানের পাট্টা যাতে যায় তা দেখব । চা সুন্দরী আমরা দিয়েছি । 1 হাজার চা সুন্দরী দেওয়া হয়েছে শ্রমিকদের । চা সুন্দরী না নিয়ে জমির পাট্টা দিচ্ছি ।"

পাট্টার প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে মমতা এ দিন বলেন, "পাট্টার সঙ্গে 1 লক্ষ 20 হাজার টাকা দিয়ে দেব তাহলে সেই টাকা দিয়ে ঘর করে নিতে পারবেন শ্রমিকরা । আগামী দিনে এটা করব । আজ আলিপুরদুয়ারের 6442টি চা বাগানের পাট্টা দেওয়া হচ্ছে । ছয়টি চা বাগানে লঙ্কা পাড়া, ঢেকলা পাড়া, বান্দাপানি, হাণ্টাপাড়া, কোহিনুর, মাঝের ডাবরি চা বাগানে জমি পড়ে আছে । তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে । ফের একবার দুয়ারে সরকার কাজ শুরু হবে । ভূমি দফতরের সেক্রেটারি ও জেলাশাসককে বলব আপনারা জমি নেওয়ার ব্যবস্থা করুন ৷ সেখানে জমি পড়ে আছে, কিছু কাজ হচ্ছে না । দুয়ারে সরকারের মধ্যে কাজ শেষ করো।"

এতদিন আলিপুরদুয়ার জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য বাড়ি বানিয়ে দেওয়ার প্রক্রিয়া চলেছে । চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের চা সুন্দরীর বাড়ি দেওয়া হচ্ছে । এ বার থেকে বাড়ি আর রাজ্য সরকারের থেকে বানিয়ে দেওয়া হবে না । আগামী চা শ্রমিকদের পাট্টা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি বানানোর জন্য 1 লক্ষ ২৯ হাজার টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন । তিনি বলেন, আগামীতে এই ভাবেই জমির পাট্টা বিলি ও বাড়ি করার পরিকল্পনার রয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'আমাদের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন !' আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  2. প্রাপ্যর দাবিতে মোদির কাছে সময় চেয়ে আবেদন, 17 ডিসেম্বর দিল্লিতে মমতা
  3. পাহাড়ের সঙ্গে সমতলের রক্তের সম্পর্ক তৈরি হল, ভাইপো আবেশের বিয়ে নিয়ে মন্তব্য মমতার

ABOUT THE AUTHOR

...view details