আলিপুরদুয়ার,13 জানুয়ারি : আলিপুরদুয়ারে চিতা বাঘের হানায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক ৷ কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানের ঘটনা ৷ জখম মহিলার নাম লালি ওঁরাও ৷
গতকাল বিকেলে লালি ওঁরাও চা বাগানের 15 নম্বর সেকশনে কাজ করতে গিয়েছিলেন ৷ সেই সময় চিতা বাঘটি পাশের একটা নালা থেকে বেরিয়ে আসে । বাঘের হানায় জখম হন ওই মহিলা । চিৎকার করলে আশপাশের অনেকে এসে সেখানে জড়ো হন ৷ লালীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় লতাবাড়ি হাসপাতালে ৷