আলিপুরদুয়ার, 6 জুন:রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজ্য সরকার । করোনার উপর লাগাম আনতে আরোপ করা হয়েছে বেশকিছু বিধিনিষেধ। ইতিমধ্যেই চা-বাগান গুলিকে 50% শ্রমিক দিয়ে কাজ করার নির্দেশিকা জারি করা হয়েছে । চা বাগানের করোনার প্রভাব নিয়ে যথেষ্টই চিন্তিত বাগান কর্তৃপক্ষ । উত্তরের চা শ্রমিক মহল্লায় করোনা যদি থাবা বসায়, তাহলে কোনওভাবেই তা রোখা যাবে না বলে মনে করছেন বাগান মালিকরা । তাই চা শ্রমিকদের করোনার প্রকোপ থেকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার মাঝের ডাবরি বাগান কর্তৃপক্ষ ।
বাগানের প্রত্যেকটি শ্রমিকের জন্য দুবেলা করে বাধ্যতামূলকভাবে গরম জলে ভাপ নেওয়ার ব্যবস্থা করল চা বাগান কর্তৃপক্ষ । একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাগানের কারখানায় বসানো হল বাষ্প মেশিন । যেটিকে দিনে দু বেলা - বেলা এগারোটা এবং বিকেল পাঁচটার সময় চালু করা হয় । সেখানেই লাইন করে দাঁড়িয়ে প্রতিনিয়ত এই গরম জলের ভাপ নেন বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক ।