আলিপুরদুয়ার, 12 জুলাই : দীর্ঘদিন ধরে ডুয়ার্সের কোহিনূর চা বাগান পরিচালনা নিয়ে আইনি লড়াই চলছে দু'পক্ষের মধ্যে । এদের মধ্যে একজন সাগরমল আগরওয়াল ও অপরজন কেশব সিনহা । দীর্ঘদিন ধরে সাগরমল আগরওয়ালের পক্ষে ওমপ্রকাশ আগরওয়াল বাগান পরিচালনা করেন । সম্প্রতি বাগান পরিচালনার আইনি পদক্ষেপে আদালতের রায় কেশব সিনহার পক্ষে যায় ।
এরপরই একাধিক অভিযোগের ভিত্তিতে রবিবার শামুকতলা থানার পুলিশ কোহিনূর বাগানের পরিচালনার দায়িত্বে থাকা ওমপ্রকাশ আগরওয়ালকে একটি মিটিং থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় । এই ঘটনায় কোহিনূর বাগানের শ্রমিকদের ধারণা এই মিটিংয়ে ওমপ্রকাশ আগরওয়ালের থাকার খবর পুলিশকে দিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান নীলম মণ্ডলের স্বামী তথা শ্রমিক নেতা কুসুন মণ্ডল । এই খবর বাগানে পৌঁছালে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । কিছু শ্রমিক একজোট হয়ে ওই শ্রমিক নেতা কুসুন মণ্ডলের বাড়িতে গিয়ে ভাঙচুর করে ও জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় ।