পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কথা-বলা পুতুলের ডাকে কি ধরা দেবে চা বাগানের ত্রাস ? - জলদাপাড়া জাতীয় উদ্যান

দশদিন ধরে মাদারিহাট-বীড়পাড়া ব্লকের চা বাগানগুলিতে চিতাবাঘের উৎপাত শুরু হয়েছে । চলতি মাসেই কুড়ি বছরের এক যুবতির মৃত্যু হয়েছে চিতাবাঘের হামলায় । ব্লকের রামঝোড়া, তুলসীপাড়া, গেরগেন্ডা, লঙ্কাপাড়া, চা বাগানে চিতাবাঘের আতঙ্কে রয়েছেন শ্রমিকরা । শ্রমিকরা যখন কাজে যান ও সেখান থেকে ফেরেন, তখন বনকর্মীদের পাহারা দিতে হয় । একই অবস্থা চা বলয়ের স্কুল পড়ুয়াদেরও ।

image
কথা বলা পুতুল

By

Published : Dec 24, 2019, 10:47 PM IST

আলিপুরদুয়ার, 24 ডিসেম্বর : খাঁচায় চিতাবাঘ বন্দি করতে ছাগলের টোপ দিয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । সেই মতো খাঁচায় রাখা হয়েছিল তিনটি ছাগল । কিন্তু সাত দিন ধরে প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে ছাগল তিনটি । তাই অবশেষে চিতাবাঘ ধরতে কথা-বলা পুতুলের শরণাপন্ন হচ্ছে উদ্যান কর্তৃপক্ষ ।

দশদিন ধরে মাদারিহাট-বীড়পাড়া ব্লকের চা বাগানগুলিতে চিতাবাঘের উৎপাত শুরু হয়েছে । চলতি মাসেই কুড়ি বছরের এক যুবতির মৃত্যু হয়েছে চিতাবাঘের হামলায় । ব্লকের রামঝোড়া, তুলসীপাড়া, গেরগেন্ডা, লঙ্কাপাড়া, চা বাগানে চিতাবাঘের আতঙ্কে রয়েছেন শ্রমিকরা । শ্রমিকরা যখন কাজে যান ও সেখান থেকে ফেরেন, তখন বনকর্মীদের পাহারা দিতে হয় । একই অবস্থা চা বলয়ের স্কুল পড়ুয়াদেরও ।

ইতিমধ্যে পাঁচটি চা বাগানে সাতটি খাঁচা বসিয়েছে উদ্যান কর্তৃপক্ষ । তিনটি ছাগলকে টোপ হিসেবে রাখা হয় । তবে সাতদিন কেটে গেলেও ধরা পড়েনি চিতাবাঘ । অন্যদিকে প্রচন্ড ঠান্ডায় খোলা আকাশের নীচে রাতভর থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে ছাগলগুলি । এর পরই বন বিভাগ ছাগলের বদলে কথা-বলা পুতুল খাঁচায় রাখার সিদ্ধান্ত নেয় । এখন দেখার পুতুলে কার্যসিদ্ধি হয় কি না ।

ABOUT THE AUTHOR

...view details