পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজ়ামউদ্দিন ফেরত সন্দেহে 3 জনকে পুলিশে দিল স্থানীয়রা, বাকি 2 পলাতক - কোয়ারানটাইন

নিজ়ামউদ্দিন ফেরত বেশ কিছু অপরিচিত ব্যক্তি এলাকার একটি নির্দিষ্ট পাড়ায় আশ্রয় নিয়েছে । এই অভিযোগে স্থানীয় বাসিন্দারা পাঁচ মোটর বাইক আরোহীকে লাঠিসোঁটা নিয়ে তাড়া করল।পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল তিন সন্দেহভাজন ব্যক্তি। বাকি দুই বহিরাগত মোটর বাইক ফেলে দৌড়ে পালিয়ে যায় এলাকা থেকে।ধরা পড়া তিনজনকে আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়ির হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

Nizamuddin
নিজ়ামউদ্দিন ফেরত

By

Published : Apr 8, 2020, 7:20 PM IST

আলিপুরদুয়ার,8 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন ফেরত বেশ কিছু অপরিচিত ব্যাক্তি এলাকার একটি নির্দিষ্ট পাড়ায় আশ্রয় নিয়েছে । এই অভিযোগে স্থানীয় বাসিন্দারা পাঁচ মোটর বাইক আরোহীকে লাঠিসোঁটা নিয়ে তাড়া করে।পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে তিন সন্দেহভাজন ব্যক্তি। বাকি দুই বহিরাগত মোটর বাইক ফেলে পালিয়ে যায় এলাকা থেকে।ধরা পড়া তিনজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। বাকি দুই পলাতকের খোঁজে ওই মহল্লার একটি বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্যদপ্তর।


পুলিশের হাতে তুলে দেওয়া তিন জনকে কোনও ঝুঁকি না নিয়ে একটি কোয়ারান্টাইন সেন্টারে 14 দিনের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। অন্যদিকে মহল্লার নির্দিষ্ট সেই বাড়ির ছয়জনকেও 14 দিনের হোম কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। আলিপুরদুয়ার শহর সংলগ্ন এক নম্বর ব্লকের জংশন কালীবাড়ির কলোনিতে বুধবার সকালে একটি বাড়িতে পাঁচ অপরিচিত ব্যক্তি প্রবেশ করে। এরপর সেই বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায়। বহিরাগতদের পরিচয় জিজ্ঞেস করে। সেই পরিবারের অসংলগ্ন কথা বার্তায় সন্দেহ জাগে স্থানীয়দের মনে।এরপর বহিরাগত পাঁচজনকে ঘরের বাইরে আসতে বলা হয়। ঘরের বাইরে এসে পাঁচ জন বাইক নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করতেই তিনজন ধরা পড়ে যায় । বাকি দুই সন্দেহভাজন পালিয়ে গা ঢাকা দেয়।


স্থানীয় বাসিন্দা রতন শর্মা, প্রদীপ দাস, কার্তিক পাল জানান, "ওদের বারবার বলা সত্বেও কিছু শুনছে না। বাইরের থেকে সমানে বহিরাগতদের পাড়ায় ঢুকতে দিচ্ছে। আমাদের সন্দেহ দিল্লির নিজ়ামউদ্দিন ফেরত কিছু মানুষ তাদের এলাকা ছেড়ে কোয়ারানটাইনে থাকার ভয়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নিচ্ছে। হতে পারে এই বহিরাগতদের দেহে করোনা সংক্রমণ রয়েছে।"

আজ চার পাচ জন অপরিচিত ব্যাক্তি এলাকায় আশ্রয় নিয়ে ছিল। পরে পুলিশ এসে তিনজনকে ধরে নিয়ে যায়। বাকি কয়েকজন মোটর সাইকেল ছেড়ে পালিয়েছে।আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বহিরাগতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

ABOUT THE AUTHOR

...view details