আলিপুরদুয়ার , 17 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে 153 জন বিদেশি নাগরিককে সনাক্ত করেছে আলিপুর জেলা স্বাস্থ্যবিভাগ । তার মধ্যে 141 জন বিদেশি নাগরিককে পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে । বাকি 11 জন কোরীয় নাগরিক এবং এক বাংলাদেশি নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাদের মোট 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে । পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুটান সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে ।
কোরোনার জেরে ভুটান সীমান্তে বাড়ানো হচ্ছে নজরদারি - Surveillance is being extended
আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন , " মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ভুটান সীমান্ত বরাবর চারটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে । সেখানে স্বাস্থ্য কর্মীরা 24 ঘণ্টা নজরদারি চালাবে । সীমান্ত এলাকায় প্রায় 70 জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়েছে ।"
আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান , 11 জন সন্দেহভাজন কোরীয় নাগরিককে একটি হোস্টেলে রাখা হয়েছে । এবং এক বাংলাদেশি নাগরিককে একটি হোটেলে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদেশি এই বারো জন নাগরিকের মধ্যে কারও শরীরে এখনও কোরোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ লক্ষ্য করা যায়নি । তবে এদের সকলকে 14 দিনের পর্যবেক্ষনে রাখা হবে । তিনি আরও জানান , যেহেতু তাঁরা বিদেশি তাই তাদের ভ্রমণের ইতিহাস মাথায় রেখে তাঁদের পর্যবেক্ষনে রাখা হয়েছে । কোরোনা ভাইরাসের জন্য গত এক সপ্তাহে জেলায় 2 লাখ 10 হাজার মানুষকে থার্মাল স্ক্রিনিং করা হয়েছে । প্রতিদিন গড়ে 28 হাজার মানুষকে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে । সবচেয়ে বেশি থার্মাল স্ক্রিনিং করা হয়েছে ভুটান সীমান্তে । সেখানে প্রায় ১ লাখ ভুটান নাগরিকের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে । কলকাতা স্বাস্থ্যভবন থেকে নির্দেশ এসেছে ভুটান সীমান্তে নজরদারি বাড়াতে । সেই অনুযায়ী গোমটু ভুটান ,পাগলি ভুটান ,কালিঝরা সীমান্তে আরও বেশি স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়েছে । পাশাপাশি সীমান্তে মোতায়েন BSF জওয়ানদের সাহায্য নেওয়া হচ্ছে ।
এই প্রসঙ্গে পূরণ শর্মা আরও বলেন , "মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ভুটান সীমান্ত বরাবর চারটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে । সেখানে স্বাস্থ্য কর্মীরা 24 ঘণ্টা নজরদারি চালাবে । সীমান্ত এলাকায় প্রায় 70 জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়েছে ।"