পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাপে কাটায় মৃত্যুর পরও শিশুকে ঝাড়ফুঁক - ঝাড়ফুঁক

সাপে কাটার পর হাসপাতালে না নিয়ে গিয়ে চলে ঝাড়ফুঁক ৷ মৃত্যুর পরও ফের একপ্রস্থ ঝাড়ফুঁক করা হয় ৷

ঝাড়ফুঁক

By

Published : Sep 7, 2019, 6:38 PM IST

আলিপুরদুয়ার, 7 সেপ্টেম্বর : সাপে কাটার ফলে মৃত্যু হয়েছিল এক শিশুর ৷ এরপরও মৃতদেহ নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলল ঝাড়ফুঁক ৷ ঘটনাটি আলিপুরদুয়ারের হলদিবাড়ি রোডের জোড়ালাইনের কাছে ।

গতকাল দুপুর দুটো নাগাদ বাড়ির রান্নাঘরে সাপে কেটেছিল 18 মাসের শম্পা রায়কে ৷ তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ওঝার কাছে ৷ ঘণ্টাদুয়েক ধরে চলে ঝাড়ফুঁক ৷ পরে পরিস্থিতির অবনতি হচ্ছে দেখে ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ততক্ষণে মৃত্যু হয়েছে তার ৷ তারপরও শেষ হয়নি ওঝার কেরামতি ৷ ওই শিশুর মৃতদেহ বাড়ির পাশে একটি মনসা মন্দিরে আনা হয় ৷ সেখানে দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক ও তুকতাক করে কমল রায় নামে ওঝা ৷ পরে নদীর ধারে তার দেহ কবর দেওয়া হয় ৷

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মণ বলেন, "শিশুকে একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসা করার সময় পাওয়া যায়নি ।" তাঁর আক্ষেপ, "সময় মতো শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে বাঁচানো যেত । বাড়িতেই অনেক সময় নষ্ট হয়েছে ৷ মানুষ যদি সচেতন না হয় তবে এভাবেই মৃত্যু হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details