পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে অদ্ভুত দর্শন শুঁয়োপোকা - limacodidac

আলিপুরদুয়ার জেলা পতঙ্গবিদ অনন্ত মাঝি জানান, আজ জেলার 2 নম্বর ব্লকের চাপড়েরপার এলাকায় যে অদ্ভুত দর্শন শুঁয়োপোকার দেখা মিলল তা সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এই শুঁয়োপোকা স্টিঙ্গিং স্লাগ ক্যাটারপিলার প্রজাতির। এটি লিমাকোডিয়াক গোত্রীয় পরিবারের অর্ন্তগত।

Jalpaiguri
Jalpaiguri

By

Published : Jul 15, 2020, 10:59 PM IST

আলিপুরদুয়ার, 15 জুলাই : আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়েরপার এলাকার নোনাই নদীর ওভার ব্রিজের উপর এক যুবকের নজর পড়ে একটি অদ্ভুত দেখতে পোকার উপর। গায়ের রং সবুজ। আর সারা গায়ে অনেকটা ঠিক নারকেল গাছের পাতার মতো কাঁটা। ওই যুবক পোকাটির ছবি তুলে নেন। জানা যায়, পোকাটি আর কিছু নয় ৷ শুঁয়োপোকার একটি প্রজাতি।

বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা পতঙ্গবিদ অনন্ত মাঝি জানান, এই ধরনের শুঁয়োপোকা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এই শুঁয়োপোকা স্টিঙ্গিং স্লাগ ক্যাটারপিলার প্রজাতির। এটি লিমাকোডিয়াক গোত্রীয় পরিবারের অন্তর্গত । তিনি আরও জানান, এই ধরনের শুঁয়োপোকা পাহাড়ের গভীর জঙ্গলে দেখা যায় । যে সমস্ত পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয় সেই সব স্থানে এদের দেখতে পাওয়া যায়। এই ধরনের অদ্ভুত দর্শন শুঁয়োপোকা সমতলে সাধারণত দেখা যায় না। কয়েক দিনের প্রবল বর্ষণের জেরে এই ধরনের শুঁয়োপোকা পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছে । অনন্তবাবু বলেন, "এই শুঁয়োপোকাটির বয়স এক বা দুই সপ্তাহের বেশি নয়।"


আজ এই অদ্ভুত দর্শন শুঁয়োপোকাটির ছবি তোলে বিজয় বর্মণ নামে এক যুবক। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বাসিন্দা বিজয় জানান, তিনি নোনাই নদীর ওভার ব্রিজ থেকে এই শুঁয়োপোকাটির ছবি তুলেছেন । বিজয় বর্মণ আরও বলেন, "শুঁয়োপোকাটি দেখতে স্থানীয় উৎসাহী জনতা জড়ো হয় । আমরা এই ছোটো প্রাণীটির ক্ষতি না করে সেটিকে একটি গাছে নিরাপদে ছেড়ে দিয়ে এসেছি। "

ABOUT THE AUTHOR

...view details