পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবার পৌরভোটের অন্যতম ইশু - tmc

বাম বোর্ডের বিরুদ্ধে অনাস্থা এনে ২০১৪ সালে পৌরক্ষমতা দখল করে নেয় তৃণমূল । এবারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে সামনে রেখে পৌরভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল । শনিবার বিকাল চারটায় আলিপুরদুয়ার পৌর প্রেক্ষাগৃহে পৌর এলাকার ২০টি ওয়ার্ডের বাসিন্দাদের সামনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সাফল্য তুলে ধরলেন প্রশাসনিক আমলা থেকে শুরু করে শাসক দলের বিধায়ক,নেতা-নেত্রীরা ।

solid waste management
সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট

By

Published : Mar 14, 2020, 11:08 PM IST

আলিপুরদুয়ার, 14 মার্চ : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে সামনে রেখে পৌরভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল । শনিবার বিকাল চারটায় আলিপুরদুয়ার পৌর প্রেক্ষাগৃহে পৌর এলাকার ২০টি ওয়ার্ডের বাসিন্দাদের সামনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সাফল্য তুলে ধরলেন প্রশাসনিক আমলা থেকে শুরু করে শাসক দলের বিধায়ক, নেতা-নেত্রীরা । তৃণমূলের ভোট ম্যানেজাররা বিলক্ষণ উপলব্ধি করছেন পৌরভোটে রাস্তাঘাট, নিকাশি নালা, পানীয় জল, হাউজ় ফর অল প্রকল্প নয় । এবার পৌরভোটের প্রধান ইশু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট । তাই ভোটের আগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে প্রজেক্ট করে আসন্ন পৌরসভার নির্বাচনে ঢাকে কাঠি বাজিয়ে দিল শাসক দল ।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা সভাপতি মৃদুল গোস্বামী, বিদায়ী চেয়ারম্যান আশিস দত্ত, প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়, পৌরসভার প্রশাসক তথা মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ প্রমুখ । ১৯৬২ সালে আলিপুরদুয়ার পৌরসভার সৃষ্টি হওয়ার পর থেকে বাসিন্দাদের দাবি ছিল ডাম্পিং গ্রাউন্ডের একটি স্থায়ী সমাধান । কংগ্রেস আমল থেকে বাম জমানার অবসান দীর্ঘ সময়ে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার স্থায়ী সমাধান হয়নি । ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার । ২০১৩ সালে আলিপুরদুয়ার পৌরসভার নির্বাচন হয় । আলিপুরদুয়ারে ২০টি ওয়ার্ডের মধ্যে মাত্র ছয়টি ওয়ার্ডে জয় লাভ করে তৃণমূল । বাম জোট আট এবং কংগ্রেস এককভাবে ছয়টি আসনে জয়লাভ করে । পৌরসভা ত্রিশঙ্কু হয় । তবে একক বৃহৎ দল হিসেবে বামফ্রন্ট বোর্ড গঠন করলেও বছর ঘুরতে না ঘুরতেই কংগ্রেসের ছয় কাউন্সিলরকে দলে টেনে নেয় তৃণমূল । এরপর বাম বোর্ডের বিরুদ্ধে অনাস্থা এনে ২০১৪ সালে পৌরক্ষমতা দখল করে নেয় তৃণমূল ।

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবার পৌরভোটের অন্যতম ইশু

সেই থেকে দফায় দফায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রকল্পের জন্য একাধিক পঞ্চায়েত এলাকায় জমি দেখতে শুরু করে তৃণমূলের পৌরবোর্ড । তবে সব জায়গাতেই স্থানীয় গ্রামবাসীর বাধা পেয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প থেকে হাত গুটিয়ে নেয় পৌরসভা । অবশেষে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মাঝেরডাবরি চা বাগান কতৃপক্ষ থেকে ১১ একর জমি কিনে নেয় পৌরসভা । তবে সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হতেই স্থানীয় গ্রামবাসীরা প্রকল্প তৈরিতে বাধা দেয় । স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে সেই প্রকল্পকে কেন্দ্র করে পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে রণক্ষেত্র তৈরি হয় । আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানকার নির্মিয়মান প্রকল্পে । কর্মরত শ্রমিক ও পাহারায় নিযুক্ত পুলিশদের ক্যাম্প-সহ ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে । এই ঘটনায় পুলিশ কয়েকজন গ্রামবাসীদের গ্রেপ্তার করে । এই কাজে ইন্ধন দেওয়ার অভিযোগে স্থানীয় এক তৃণমূল নেতার নাম উঠে আসে । তবে পরে তা ধামাচাপা পড়ে যায় । ঘটনার বেশ কয়েকদিন পর তৃণমূল নেতৃত্ব এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠক করে । স্থানীয় যুবকদের প্রকল্পে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় । তার দু-এক দিনের মাথায় শুরু হয় প্রকল্পের কাজ । বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই প্রকল্প শেষ করার প্রস্তুতি । বিদায়ী পৌরবোর্ড এবং রাজ্য সরকার চাইছে যেনতেন প্রকারে পৌরভোটের আগে এই প্রকল্প শেষ করে নির্বাচনে নামতে । যদি পৌরভোটের আগে এই প্রকল্পের কাজ কোনও কারণে থমকে যায়, তবে আসন্ন নির্বাচনে এর জন্য ভালো মূল্য চোকাতে হবে তৃণমূলকে । সে ঘটনার আগাম আঁচ করতে পেরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ ।

ABOUT THE AUTHOR

...view details