পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকার বাড়িতে শ্মশানের স্তব্ধতা, কিছুই জানে না অনাথ আর্য !

বছর কয়েকের মধ্যেই মারা গিয়েছেন আর্যর দিদা ৷ দিন পনেরো আগে প্রয়াত হয়েছেন আর্যর দাদু ৷ এবার দুর্ঘটনায় মৃত্যু হল ছোট্ট আর্যর বাবা-মায়ের ৷

accident at falakata
accident at falakata

By

Published : Oct 5, 2020, 5:57 PM IST

আলিপুরদুয়ার, 5 অক্টোবর : শান্তিনগরের সরকার বাড়িতে বাস্তবিক শ্মশানের স্তব্ধতা ! বছর আটেকের ছোট্ট আর্য কিন্তু জানেই না তার জীবনে কত বড় বিপর্যয় ঘটে গিয়েছে, বাবা-মা আর এপৃথিবীতে নেই !

সকাল থেকেই শোকসন্তপ্ত বাড়িতে বহু মানুষের আনাগোনা । সংবাদ মাধ্যমের হুড়োহুড়ি । স্বভাবতই তাতে ভ্রক্ষেপহীন আর্য । সে বাড়ির উঠোনে প্রতিদিনের মতোই দিব্য খেলে বেড়াচ্ছে । যদিও সোমবার ভোরেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই বাড়ির একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে । মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও ৷ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে আর্যর বাবা অভিজিৎ সরকার (34) ও মা ঝুমা সরকারের (28) ৷ দিন পনেরো আগেই প্রয়াত হয়েছেন আর্যর দাদু হারু সরকার ৷ বছর কয়েকের মধ্যেই মারা গিয়েছেন আর্যর দিদাও । সোমবারের দুর্ঘটনায় আর্যর বাবা-মায়ের মৃত্যুর পর আর্য কার্যত অনাথ হয়ে পড়ল । বর্তমানে সরকার বাড়ির ভাড়াটিয়াদের হেপাজতে রয়েছে সে । এই বাড়িতে দীর্ঘ সাতাশ বছর ভাড়ায় রয়েছেন প্রবাল সান্যাল ।

প্রবালবাবুর কথায়, "শিশুটা অনাথ হয়ে গেল ! এখন ওকে কে দেখবে ! কিছুদিন আগেই ওর দাদু মারা গিয়েছে । প্রতিদিনই আর্য ওর দাদুর খোঁজ করে । ওর বাবা-মা ওকে ভুলিয়ে রাখত । এখন কী হবে ! যখন আর্য ওর বাবা-মার খোঁজ করবে ! কে শান্তনা দেবে ? কিছুই বুঝতে পারছি না !"

সরকার বাড়ির শ্মশানের স্তব্ধতায় খেলে বেড়াচ্ছে আর্য !

সোমবারের মর্মান্তিক দুর্ঘটনা আর্যর বাবা-মায়ের মতোই প্রাণ কেড়ে নিয়েছে অভিজিৎ সরকারের পিসতুতো দাদা হাবুল সরকার (40), ভগনিপতি বাসুদেব কর্মকার (50) ও গাড়ির চালক অভিজিৎ মোহন্তের (29) । দুর্ঘটনায় কবলে পড়েও বেঁচে গিয়েছেন অভিজিৎবাবুর ভাইজি-জামাই সোনম বিশ্বাস ৷

দুর্ঘটনার পর পাঁচটি মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে । মঙ্গলবার ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details