পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করতে চায় মাধ্যমিকে দ্বিতীয় শ্রেয়সী - shreyasi pal

মাধ্যমিকে দ্বিতীয় ফালকাটার শ্রেয়সী পালের প্রাপ্ত নম্বর 691 ।

ফাইল ফোটো

By

Published : May 21, 2019, 11:25 AM IST

Updated : May 21, 2019, 11:44 AM IST

আলিপুরদুয়ার. 21 মে : মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে ফালকাটার শ্রেয়সী পাল । তার প্রাপ্ত নম্বর 691 । দ্বিতীয় হওয়ার পর উচ্ছ্বসিত শ্রেয়সী বলে, "কখনও সময় ধরে পড়িনি । যতটুকু প্রয়োজন হত, সেটুকুই পড়তাম। উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে মেডিকেলে যেতে চাই । খুব ভালো লাগছে । সেকেন্ড হব ভাবতে পারিনি । বাড়ি থেকে মা, বাবা, দিদি, স্কুলের ম্যাডাম ও গৃহশিক্ষকরা খুব সাহায্য করেছেন ।"

শ্রেয়সী আরও বলে, "আমি বিদেশ যেতে চাই না । দেশে থেকে দেশের মানুষের সেবা করতে চাই । গ্রামে চিকিৎসার খুব সমস্যা রয়েছে । বিনা পয়সার গরিবদের চিকিৎসা করে, তাদের সাহায্য করতে চাই ।"

মেয়ের রেজ়াল্টে খুব খুশি শ্রেয়সীর মা । বলেন, "দশের মধ্যে থাকবে আশা করেছিলাম। তবে সেকেন্ড হবে ভাবতে পারিনি । যতটা পারি চেষ্টা করব ওকে ওর পথে এগিয়ে দেব ।"

দেখুন ভিডিয়ো
Last Updated : May 21, 2019, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details