পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে সাতজনকে গণপিটুনি, পরিচয়পত্র দেখিয়েও মিলল না ছাড়

মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হল সাত যুবক ৷ এদের মধ্যে তিনজন জখম হয়েছেন ৷ ঘটনার তদন্ত করছে মাদারিহাট থানার পুলিশ ৷

ফাইল ফোটো

By

Published : Jul 24, 2019, 7:51 PM IST

Updated : Jul 24, 2019, 8:20 PM IST

আলিপুরদুয়ার, 24 জুলাই : ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার সাত যুবক ৷ গৃহস্থালির সামগ্রী ফেরি করতে মাদারিহাটে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ছ'জন যুবক ৷ সঙ্গে ছিল গাড়ির চালকও । হঠাৎ ছেলেধরা সন্দেহে তাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ ঘটনাস্থান থেকে চারজন কোনওমতে পালিয়ে গেলেও, গাড়ির চালক সহ তিনজন জখম হয় ৷ ঘটনাটি মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকার ।

আজ বিকেলে মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকায় একটি গাড়ি ভাড়া করে গৃহস্থালির জিনিস ফেরি করতে আসে কাঁথির ছয় যুবক । আচমকাই তাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ ভাড়া করা মারুতি গাড়িও ভাঙচুর হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ ৷ সাতজনকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে আসা হয় ৷

ভিডিয়োয় শুনুন আক্রান্ত যুবক তাপস ভুঁইঞার বক্তব্য

এই বিষয়ে আক্রান্ত যুবক তাপস ভুঁইঞা বলে, "আমরা জিনিস ফেরি করছিলাম ৷ হঠাৎ গ্রামে গুজব ছড়ায় যে ছেলেধরা এসেছে ৷ ওরা বলছে আমরা বাচ্চা ধরে নিয়ে চলে যাচ্ছি ৷ আমরা বললাম, আমাদের কাছে পরিচয়পত্র রয়েছে ৷ যদি কিছু প্রমাণ হয়, তাহলে থানা থেকে এসে ধরে নিয়ে যাবে আমাদের ৷ কিন্তু কোনও কিছু না শুনেই আমাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ মারধর করা হয়৷"

এই বিষয়ে, মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদার বলেন, "কয়েকদিন ধরেই এইরকম গুজব রটছে ৷ আমরা সাতজনকে উদ্ধার করেছি ৷ এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে ঠিক কী কারণে এরকম ঘটল তা খতিয়ে দেখছি আমরা ৷"

Last Updated : Jul 24, 2019, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details