আলিপুরদুয়ার, 3 জুলাই: পরিবারে ছেলের বিয়ে বলে কথা ! বিয়ের আসর ছেড়ে যেতে হবে ভোটের ডিউটি ? চিন্তায় পড়ে গিয়েছিল আলিপুরদুয়ারের পাল পরিবার ৷ কারণ পরিবারে অনেকেই সরকারি কর্মচারী ও শিক্ষক ৷ তাই নিয়ম অনুযায়ী অংশ নিতে হবে ভোটের কাজে । তবে এই কাজ থেকে অব্যাহতি পাওয়ার অভিনব উপায় খুঁজে নিলেন পরিবারের সদস্যরা ৷ বিয়েবাড়ি ফেলে যাতে ভোটের ডিউটি করতে যেতে না হয়, সে জন্য সংবিধানকেই হাতিয়ার করেছেন তাঁরা ৷ একই আসন থেকে পাল পরিবারের 7 জন নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে পড়েছেন । আর এভাবেই 500 টাকা জমা করে তাঁরা নিজেদের নির্বাচনী কাজকর্ম থেকে সরিয়ে নিয়েছেন ৷
ভোটের ডিউটি এড়াতে প্রার্থী: উদ্দেশ্য একটাই, ভোটকর্মী হিসেবে নিজেদের নাম কাটানো ৷ আর সেই জন্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর গ্রামের পালপাড়ায় এক জ্ঞাতির মধ্যে 7 জন ভোটে দাঁড়িয়েছেন । তাও আবার নির্দল প্রার্থী হয়ে । ফালাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রার্থী মোট 25 জন । তার মধ্যে নির্দল প্রার্থীই 22 জন । একটি আসনে 25 জন প্রার্থীর লড়াই 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে রেকর্ড বলেই দাবি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ।
একই আসনে প্রার্থী 25: তবে 90% প্রার্থীরই ভোটে জেতা প্রকৃত উদ্দেশ্য নয় । ভোটকর্মী হিসেবে যাতে ডাক না পড়ে, সেটাই তাঁদের ভোটে দাঁড়ানোর মূল লক্ষ্য । পঞ্চায়েত সমিতির একই আসনে 25 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রকাশ্যে আসায় চোখ কপালে উঠেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের । কারণ একটি আসনের জন্য 25 জন প্রার্থীর নাম একটি ব্যালটে ঠিক কীভাবে ছাপা হবে তা নিয়েই চিন্তায় পড়ে তারা । একসঙ্গে 25 জনের ব্যালট ছাপার মতো পরিকাঠামো আলিপুরদুয়ার জেলায় নেই । তাই তারা কোচবিহার থেকে ব্যালট ছাপাচ্ছে ।
আরও পড়ুন:'একই কাজ করছেন শরদ-মমতা', মহারাষ্ট্র ও বাংলার কী মিল পেলেন সুকান্ত ?