আলিপুরদুয়ার, 11 ডিসেম্বর : অবশেষে প্রায় তিন দশক পরে বক্সায় দেখা মিলল বাঘের । বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় গতকাল রাতেই দেখা মিলেছে বাঘ বাবাজির (Tiger found in Buxa ) । পাঁচ বছর অন্তর বাঘ গণনায় প্রত্যেকবারই বাঘের অস্তিত্বের জানান থাকলেও সচক্ষে বাঘ দেখেননি বনকর্মী থেকে বন কর্তারা । যে কারণে বক্সায় বাঘের অস্তিত্ব নিয়ে NTCA (ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি) ও সংশয় প্রকাশ করেছিল । বাঘের খোঁজ পেতে দীর্ঘদিন ধরে প্রায় শতাধিক ট্র্যাক ক্যামেরা বক্সার জঙ্গলে পেতে রেখেছিলেন বন দফতর । অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাতেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল এই জ্বলন্ত ছবি । স্বভাবতই উৎসাহিত বন দফতরের কর্তা থেকে কর্মী প্রত্যেকেই ।
আলিপুরদুয়ারের জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘের সন্ধান পাওয়া গিয়েছে (royal bengal tiger found in Buxa) । ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে । শুক্রবার রাত 12টা বেজে দুই মিনিটে বাঘের ছবি ধরা পড়ে । এতে উচ্ছ্বসিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক থেকে বনকর্মীরা । কিন্তু বক্সার কোন এলাকায় বাঘের ছবি ধরা পরেছে তা জানানো হয়নি ।