পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rhinos Attack Tourist: গণ্ডারের তাড়া খেয়ে জলদাপাড়ায় উলটে গেল পর্যটকদের গাড়ি, গুরুতর জখম 5 - জলদাপাড়া জাতীয় উদ্যানে

শনিবার দুপুরে জঙ্গলের ভিতরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। তাতে আতঙ্কিত পর্যটকরা। আচমকাই পর্যটক বোঝাই জিপসিকে দেখে তাড়া করল দু'টি গণ্ডার (Rhinos Attack Tourist Car) । গণ্ডারের আক্রমণ থেকে পর্যটকদের বাঁচাতে গিয়ে উলটে গেল জিপসি।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 25, 2023, 8:27 PM IST

Updated : Feb 25, 2023, 8:59 PM IST

গণ্ডারের তাড়া খেয়ে জলদাপাড়ায় উলটে গেল পর্যটকদের গাড়ি

আলিপুরদুয়ার, 25 ফেব্রুয়ারি:জিপসিতে করে সাফারি করছিলেন পর্যটকরা। আর পর্যটকদের গাড়ি দেখে তেড়ে এল দু'টি গণ্ডার। গণ্ডারের আক্রমণ থেকে পর্যটকদের বাঁচাতে গিয়ে উলটে গেল জিপসি। ঘটনায় গুরুতর আহত 6 জন পর্যটক। শনিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানে (Jaldapara National Park)।

এদিন দুপুরে হঠাৎই দুই গণ্ডার আচমকাই চলে আসে জঙ্গল পথে। ওই রাস্তা ধরে সে সময় তিনটি পর্যটকদের গাড়ি যাচ্ছিল। জিপসটি দেখা মাত্রই দু'টি গণ্ডার তেড়ে আসে। গণ্ডারের আক্রমণ থেকে পর্যটকদের বাঁচাতে জিপসি গাড়িটি দ্রুত পিছোতে থাকে। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা ৷ ফলে গুরুতর জখম হয়েছেন জিপসির চালক ও গাইড-সহ মোট 8 জন। আহত পর্যটকদের উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের গণ্ডারের আক্রমণে জিপসি দুর্ঘটনায় জখম পর্যটকরা হলেন- ঈশানী পাল, নীল পাল, প্রদীপ্ত মুখোপাধ্যায়, দীপান্বিতা নাহা, নীতিকা দে, গাইড মিঠুন বিশ্বাস ও জিপসির চালক কমল গাজি ৷ আরেক পর্যটকের নাম জানা যায়নি ৷

প্রত্যেককে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁদের মধ্যে নীতিকা দে'র অবস্থার অবনতি হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান মাদারিহাটের চিকিৎসক অরিজিৎ সরকার। জলদাপাড়া জাতীয় উদ্যানের পর্যটকদের গাইড মিঠুন বিশ্বাস বলেন, "হরিণডাঙা ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তায় কোথা থেকে গণ্ডার হঠাৎই আমাদের দিকে তেড়ে আসে। আমারও ব্যথা লেগেছে। ছ'জন পর্যটকদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। চার জন মহিলা ও দু'জন পুরুষ ছিলেন। গাড়ি উলটে যাওয়ার জানলার কাঁচ ভেঙে গিয়েছে ৷"

আরও পড়ুন:বেলাকোবায় রাস্তায় হাতি, শূন্যে গুলি চালিয়ে ফেরানো হল জঙ্গলে

ট্যুরিস্ট জিপসির চালক কমল গাজি বলেন, "পর্যটকদের নিয়ে ঘোরাতে যাই। হঠাৎ দু'টি গণ্ডার তেড়ে আসে। আমাদের গাড়িতে মোট 8 জন ছিলেন।পর্যটক 6 জন, চালক আমি আর গাইড মিঠুন বিশ্বাস ছিলাম। স্কুটি নিয়ে একজন ছিলেন তাঁকে আমি বললাম গণ্ডার বেরোচ্ছে তুমি পালাও। সে পালাতে যায় সেই সময় আমার গাড়ির দিকে দুটো গণ্ডার তাড়া করে।" বনকর্মীরা জানাচ্ছেন, জলদাপাড়ার ইতিহাসে গণ্ডারদের এই রকম বেপরোয়া আক্রমণের কোনও নজির এর আগে দেখা যায়নি। হঠাৎ এমন ঘটনায় অবাক তাঁরাও।

Last Updated : Feb 25, 2023, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details