পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিরল প্রজাতির সাপ উদ্ধার আলিপুরদুয়ারে - Alipurduar snake recover

বিরল প্রজাতির সাপ উদ্ধার আলিপুরদুয়ারে। পশ্চিমবঙ্গে এই সাপটি খুব একটা দেখা না গেলেও অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহারে দেখা যায়।

Rare type of snake recover in Alipurduar
Rare type of snake recover in Alipurduar

By

Published : Jun 21, 2020, 10:46 PM IST

আলিপুরদুয়ার, 21 জন: বক্সা টাইগার রিজ়ার্ভ এলাকা থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির পঙ্খীরাজ(copper headed trinket) সাপ।

এই সাপের মুখটি অনেকটা ঘোড়ার নালের মতো দেখতে বলে এই সাপটিকে অনেকে ঘোড়ার নাল বলেও বলে থাকেন।
পশ্চিমবঙ্গে এই সাপটি খুব একটা দেখা না গেলেও অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার রাজ্যে দেখতে পাওয়া যায়। যদিও বক্সা বাঘবন এলাকায় এই সাপটি বিরল প্রজাতির। বক্সার জঙ্গল তথা গোটা ডুয়ার্সেই এই সাপের দেখা খুব একটা পাওয়া যায় না।
রবিবার দুপুর দুটো নাগাদ আলিপুরদুয়ার ভোলারডাবরির সাউথ জিৎপুর এলাকার চন্দন দেবনাথের বাড়িতে এই সাপটিকে পাওয়া যায়।
আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফ থেকে সভাপতি জয়ন্ত দাস ও সম্পাদক কৌশিক দে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
সম্পাদক কৌশিক দে বলেন, “এই অঞ্চলে সাপটিকে দেখা যায় না। এই সাপ বিরল প্রজাতির সাপ। দেখতে বেশ সুন্দর হয় এই সাপটি। তবে এই সাপ নির্বিষ সাপ। এই সাপটিকে বক্সা টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।”

বক্সা টাইগার রিজ়ার্ভের উপক্ষেত্র অধিকর্তা কল্যাণ রাই বলেন, “সাপটি নির্বিষ সাপ। তবে বিরল প্রজাতির। এই সাপটিকে বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

ABOUT THE AUTHOR

...view details