পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের ইমার্জেন্সি ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালেন ট্রেনচালক

হঠাৎই ট্রেনের সামনে চলে আসে একপাল হাতি ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামালেন চালক ৷ আলিপুরদুয়ারের বক্সার রাজাভাত খাওয়া জঙ্গলের ঘটনা ৷

ফাইল ছবি

By

Published : Aug 2, 2019, 11:33 PM IST

Updated : Aug 2, 2019, 11:41 PM IST

আলিপুরদুয়ার, 2 অগাস্ট : ট্রেনের সামনে হাতির পাল ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামালেন চালক ৷ আলিপুরদুয়ারের বক্সার রাজাভাত খাওয়া জঙ্গল সংগলগ্ন ট্রেন লাইনের ঘটনা ৷ গত এগারো দিনের মধ্যে এরকম ঘটনা তৃতীয়বার ঘটল ৷

প্রথম ঘটনাটি ঘটে জুলাই মাসের 23 তারিখ ৷ দ্বিতায়টি জুলাই মাসের 25 তারিখ ৷ রাজাভাত খাওয়া জঙ্গল সংলগ্ন এলাকার ঘটনাটি গতকালের ৷ আপ রাঁচি-কামাক্ষ্যা এক্সপ্রেস সবে রাজাভাত খাওয়া রেল স্টেশন অতিক্রম করেছে ৷ 154/4-5 নম্বর পিলারের সামনে হঠাৎই ট্রেনের সামনে একদল হাতি চলে আসে ৷ দলটিতে মোট 10টি হাতি ছিল ৷ দেখতে পেয়েই দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন চালক যুবরাজ অমিত ও জাগির সিং ৷ হাতিদের থেকে মাত্র 30 মিটার দূরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি ৷ প্রায় 20 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি ৷ হাতির পাল লাইন পার করে জঙ্গলে ঢুকে গেলে ফের ট্রেন চালানো হয় ৷

দেখুন ভিডিয়ো

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বিভাগীয় মুখ্য প্রবন্ধক SK জৈন বলেন,"পর পর তিনটি ঘটনা প্রমাণ করল ট্রেন চালকরা কতটা সতর্ক হয়ে জঙ্গলের রেলপথে ট্রেন চালায় । চালক ও সহচালকের তৎপরতায় যে তিনটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে সেই চালক ও সহচালকদের রেলের তরফে পুরস্কৃত করা হবে । "

Last Updated : Aug 2, 2019, 11:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details