আলিপুরদুয়ার, 28 জুন : আলিপুরদুয়ার তৃণমূল বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রশান্ত নারায়ণ মজুমদারের বাড়ির সামনে বোমাবাজির ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন বারের সহ-সভাপতি বাসুদেব দাস ও সহ-সম্পাদক হেমন্ত রায় । কিন্তু এই বৈঠক অবৈধ বলে দাবি করলেন আলিপুরদুয়ার তৃণমূল বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশ । বারের সম্পাদক সুহৃদ মজুমদার বলেন, কাটমানি ইশুতে প্রশান্তবাবু তৃণমূলের নেতা হিসেবে দলীয় কউন্সিলরদের বিরুদ্ধে সরব হন । এখানে বারের সমর্থনের কোনও যৌক্তিকতা নেই ।
বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, "বারের 12 জনের মধ্যে মাত্র দুজন নির্বাচিত সদস্য সাংবাদিক বৈঠক করেন । কিন্তু ওই বৈঠকে বারের নির্বাচিত সদস্যদের এক তৃতীয়াংশ অনুপস্থিত ছিলেন । ফলে এই বৈঠকের কোনও যৌক্তিকতা নেই । বার অ্যাসোসিয়েশনের 242 জন সদস্যের মধ্যে মাত্র 70 জন সদস্য প্রশান্ত নারায়ণ মজুমদারের সমর্থনে রয়েছেন ।"