পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে RSS-এর মিছিলে লাঠিচার্জ - আলিপুরদুয়ার

আলিপুরদুয়ারে RSS-এর কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ RSS ও BJP-র পক্ষ থেকে যৌথভাবে মিছিলের ডাক দেওয়া হয় ৷ সেই মিছিল ঘিরেই আজ উত্তাল হয়ে ওঠে আলিপুরদুয়ার ৷ হাসপাতাল মোড় থেকে কিছুটা এগোতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে ৷ মিছিলে অংশগ্রহণকারীরা ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ শুরু করে পুলিশ ৷

RSS
RSS-এর প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার

By

Published : Dec 20, 2019, 7:25 PM IST

Updated : Dec 20, 2019, 9:05 PM IST

আলিপুরদুয়ার, 20 ডিসেম্বর : RSS-এর প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা আলিপুরদুয়ারে ৷ 15 ডিসেম্বর RSS -এর কার্যালয় ভাঙচুর করে একদল দুষ্কৃতী ৷ তারই প্রতিবাদে আজ পথে নামে স্থানীয় RSS নেতৃত্ব ৷ মিছিলে অংশগ্রহণকারীর সংখ্য়া ছিল প্রায় 5000 ৷ পুলিশ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি বাধে মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ৷ ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন RSS ও BJP সমর্থক ৷

আলিপুরদুয়ারে RSS-এর কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ RSS ও BJP-র পক্ষ থেকে যৌথভাবে মিছিলের ডাক দেওয়া হয় ৷ সেই মিছিল ঘিরেই আজ উত্তাল হয়ে ওঠে আলিপুরদুয়ার ৷ আজ দুপুর আড়াইটা নাগাদ বি এম ক্লাব এলাকা থেকে শুরু হয়ে মিছিল এগোতে থাকে হাসপাতাল মোড় চত্বরের দিকে ৷ প্রতিবাদ মিছিল আটকাতে পুলিশ শুরু থেকেই পদক্ষেপ করে ৷ হাসপাতাল মোড় থেকে কিছুটা এগোতেই ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে ৷ মিছিলে অংশগ্রহণকারীরা ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ শুরু করে পুলিশ ৷

কী বলছেন বিক্ষোভকারীরা ?

মিছিল নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা ছিল সশস্ত্র পুলিশ বাহিনী ৷ RSS কর্মী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধে জখম হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী ৷ আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার জেলা BJP সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা থেকে শুরু করে একাধিক BJP নেতা ৷ RSS-এর পক্ষ থেকে মিছিলের সামনের সারিতে ছিলেন জেলা RSS কার্যবাহ মিন্টু কুণ্ডু, RSS জেলা প্রচারক পরিমল দেব শর্মা সহ একাধিক জেলা নেতৃত্ব ৷

Last Updated : Dec 20, 2019, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details