জলপাইগুড়ি, 15 ফেব্রুয়ারি: গন্ডার হত্যায় মোস্ট ওয়ান্টেড শার্প শুটার ও চোরাশিকারিকে গ্রেফতার করল জলদাপাড়া ওয়াইল্ডলাইফ ডিভিশন ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (poacher arrested by the Jaldapara Wildlife Division and the Special Operation Group ) । আসাম রাজ্যের চিরাং জেলা থেকে গ্রেফতার হয়েছে মোস্ট ওয়ান্টেড চোরাশিকারি লেকেন বসুমাতা । উত্তরবঙ্গের গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের গন্ডার হত্যায় এই লেকেন বসুমাতার নাম ছিল । দীর্ঘদিন থেকেই বন্যপ্রাণী বিভাগের মোস্ট ওয়ান্টেড ছিল এই লেকেন বসুমাতা । বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে আলিপুরদুয়ার কোর্টে তোলা হয় ।
গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ ও জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের বনকর্মীদের নিয়ে স্পেশাল অপারেশন গ্রুপ বানানো হয় (Jaldapara Wildlife Division) । এরপরেই অসম রাজ্যে পাড়ি দেয় এই রাজ্যের স্পেশাল অপারেশন গ্রুপ । অসমের চিরং জেলা থেকে আলিপুরদুয়ার জেলা পুলিশ এবং বন বিভাগের যৌথ অভিযানে মোস্ট ওয়ান্টেড শার্প শুটার কাম গন্ডার শিকারী লেকেন বসুমাতাকে গ্রেফতার করা হয় । চিরাং জেলা আদালত থেকে ট্রানজিট রিমান্ড পাওয়ার পর বুধবার তাঁকে আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয় । জলদাপাড়া বনবিভাগ 14 দিনের রিমান্ডে নেয় লেকেন বসুমাতাকে ।