পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড পরিণত হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে ! আন্দোলনের হুঁশিয়ারি - প্যারেড গ্রাউন্ড

আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনের মদতে ফেলা হচ্ছে আর্বজনা ৷ এই অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি সেচ্ছাসেবী সংগঠনগুলি ৷

parade ground
প্যারেড গ্রাউন্ড

By

Published : Aug 30, 2020, 9:12 AM IST

আলিপুরদুয়ার, 29 অগাস্ট : আলিপুরদুয়ার শহরের ফুসফুস বলে পরিচিত প্যারেড গ্রাউন্ড ৷ সেই প্য়ারেড গ্রাউন্ডে আবর্জনা ফেলার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে । ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে BJP ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ।


আলিপুরদুয়ারের স্বেচ্ছাসেবী সংগঠনগুলির তরফে রাতুল বিশ্বাস, ল্যারি বোস বলেন, "প্রশাসন শহরবাসীকে অন্ধকারে রেখে প্যারেড গ্রাউন্ডে নোংরা আবর্জনা ফেলছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বার বার প্যারেড গ্রাউন্ডকেই আবর্জনা ফেলার জায়গা করে নেওয়া হচ্ছে । এরপরও যদি একই ঘটনা ঘটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব ।"

প্যারেড গ্রাউন্ড পরিণত হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে!

যদিও আলিপুরদুয়ার পৌরসভা অবশ্য প্যারেড গ্রাউন্ড মাঠে আবর্জনা ফেলার অভিযোগ অস্বীকার করেছে । আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক তথা আলিপুরদুয়ারের মহকুমাশাসক রাজেশ রাঠোর বলেন, "প্যারেড গ্রাউন্ডে আবর্জনা ফেলা হয়নি । আশপাশের এলাকা পরিষ্কার করার ফলে যে সব নোংরা জমা হয়েছিল সেগুলো মাঠের এক কিনারে ফেলা হয়েছে ।" ইতিমধ্যেই আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এভাবে রাতের অন্ধকারে আবজর্না ফেলাকে কেন্দ্র করে শাসক দল ও BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।


BJP-র আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে প্যারেড গ্রাউন্ডের একপাশে বড় গর্ত করে পুলিশি পাহারায় আবর্জনা ফেলা হয়েছে । আলিপুরদুয়ার জেলা প্রশাসন প্যারেড গ্রাউন্ডকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে।

উল্লেখ্য আলিপুরদুয়ার শহরে মাঝের ডাবরি চা বাগান লাগোয়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ডের জন্য 13 একর জমি নিয়েছে আলিপুরদুয়ার পৌরসভা । সেই জমিতে বাউন্ডারি ওয়ালের কাজ শেষ হয়েছে । কিন্তু সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ এখনও শুরু হয়নি । ফলে সেখানে আবর্জনা নিয়ে যেতে পারছে না পৌরসভা।

ABOUT THE AUTHOR

...view details