আলিপুরদুয়ার, 9 ডিসেম্বর: দুর্গম বক্সা পাহাড় থেকে অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের সমতলের হাসপাতালে আনতে চালু হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবা (Palanquin Ambulance Service)। এতদিন বক্সা পাহড়ের কেউ অসুস্থ হলে তাঁকে বাঁশের মাচায় ট্রেকিং করে সমতলে নামিয়ে আনতে হত ৷ এবার থেকে এই পালকিতে করে রোগীদের নিয়ে যাওয়া হবে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে ৷
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের প্রত্যন্ত দুর্গম বক্সা পাহাড় ৷ বৃহস্পতিবার এখানেই সূচনা হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবার (palanquin ambulance service started at buxa hills) ৷ এরফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফুট উপরে অবস্থিত বক্সা পাহাড়ের অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া সহজ হবে ৷ জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও এক বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই পরিষেবা ৷