আলিপুরদুয়ার, 30 জুন : এলাকার পরিধি অনেকটা ৷ তাই করিম ও সিলভির পক্ষে সম্ভব হচ্ছে না সবটা নজরে রাখা ৷ আর সেই সুযোগে বাড়ছে কাঠমাফিয়া ও চোরাশিকারিদের উপদ্রব ৷ এবার তাদের ঠেকাতে বক্সার জঙ্গলে নিয়ে আসা হচ্ছে স্নিফার ডগ সুইটিকে ৷
2 জুলাই বক্সার জঙ্গলে নিয়ে আসা হবে সুইটিকে ৷ ইতিমধ্যে মধ্যপ্রদেশের ভোপাল পুলিশ অ্যাকাডেমিতে আট মাসের প্রশিক্ষণ পর্ব শেষ করেছে সে ৷ এরপরে বক্সার জঙ্গলে এলে তাদের চোরাশিকারি ও কাঠমাফিয়াদের ধরার প্রশিক্ষণ দেওয়া হবে ৷ করিম ও সিলভির দায়িত্বে থাকা জনি শর্মা ও শুভেন্দুবিকাশ রায়ের তত্ত্বাবধানেই রাখা হবে সুইটিকে ৷
2016 সালে বক্সার জঙ্গলে নিয়ে আসা হয় বেলজিয়াম শেফার্ড করিম ৷ সে ইতিমধ্যে দেশের সেরা স্নিফার ডগের স্বীকৃতি পেয়েছে ৷ আর 2017 সালে নিয়ে আসা হয় জার্মান শেফার্ড সিলভিকে ৷ তার ঝুলিতেও জেলা পুলিশের একাধিক পুরস্কার রয়েছে ৷ বক্সার জঙ্গলের দায়িত্বে থাকলেও কখনও কখনও জলদাপাড়া জাতীয় উদ্যানে ডাক পড়ে করিম ও সিলভির ৷ কখনও আবার গরুমারা জাতীয় উদ্যান থেকেও ডাক আসে তাদের ৷ এই পরিস্থিতিতে 762 স্কয়ার কিলোমিটার আয়তন বিশিষ্ট বক্সার জঙ্গলে পাহারা দেওয়া করিম ও সিলভির পক্ষে সম্ভব হচ্ছিল না ৷ আর তারই সুযোগে বাড়ছে চোরাশিকারি ও কাঠমাফিয়াদের উপদ্রব ৷ তাই তাদের আয়ত্তে আনতে এবার বক্সায় নিয়ে আসা হচ্ছে সুইটিকে ৷
বর্তমানে করিমকে রাখা হয়েছে বক্সার জঙ্গলের দমনপুর রেঞ্জে ৷ আর রায়ডাক রেঞ্জের দায়িত্বে রয়েছে সিলভি ৷ তবে, সুইটিকে কোথায় পোস্টিং দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ বক্সা টাইগার রিজ়ার্ভের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা কল্যাণ রায় জানান, সুইটি আসায় জঙ্গলের পাহারা আরও মজবুত হবে ৷