আলিপুরদুয়ার, 19 মে : একপাল বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক বনকর্মীর । নাম বিমল দত্ত (25) । ঘটনায় জখম আরও তিন বনকর্মী । গতকাল সন্ধে 7টা নাগাদ বক্সার কোর এলাকায় টহল দিয়ে ফিরছিলেন ওই চার বনকর্মী । তখনই ঘটনাটি ঘটে ।
হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত বনকর্মী, জখম 3
হাতির দলের পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক বনকর্মীর । আরও তিনজন কর্মী জখম হয়েছেন । তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী রেঞ্জের 27 মাইল এলাকার ঘটনা । বক্সা টাইগার রিজার্ভের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা শ্রী হরিশ জানান, জঙ্গল থেকে টহল দিয়ে ফিরছিলেন ওই চার বনকর্মী । তখনই একটি বুনো হাতির পাল হানা দেয় । হাতির দলের পায়ে পিষ্ট হন বিমল দত্ত । আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । জখম তিন বনকর্মীর চিকিৎসা চলছে ।
মৃত বিমল দত্ত কালচিনি ব্লকের জয়ন্তী পর্যটন কেন্দ্রের বাসিন্দা ছিলেন । বছরখানেক আগে তিনি জয়ন্তী রেঞ্জে বন বিভাগের দৈনিক লেবার হিসেবে কাজে যোগ দেন । বাড়ির একমাত্র ছেলে ছিলেন বিমল । তাঁর এক বোন ও দিদি রয়েছে । দিদির বিয়ে হয়েছে কলকাতায় । বোন ছাড়াও বিমলবাবুর বাবা, মা বর্তমান । বিমলবাবুর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া জয়ন্তী পর্যটন কেন্দ্রে।