আলিপুরদুয়ার, 4জুন: এবার কোরোনার হানা আলিপুরদুয়ারশহরের পৌর এলাকায়।
ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েপুরসভার দুই নম্বর ওয়ার্ডের প্রভাত সংঘ,নিউটাউন বাজার,মাধবমোড়,নিউটাউন দূর্গাবাড়ি,রুপায়ন সংঘ,লোহারপুল এলাকায়।
আলিপুরদুয়ারে আরও এক কোরোনা আক্রান্তের হদিস - আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্ত
এবার কোরোনা সংক্রমনের হদিস মিলল আলিপুরদুয়ার শহরের পৌর এলাকায়। খবরটি ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্কে দোকানপাট গুটিয়ে বাড়ি চলে যান অনেকে।
আলিপুরদুয়ারের পৌর এলাকায় কোরোনার হানা
বৃহস্পতিবার সকালে নিউটাউন বাজারচলাকালীন এক কোরোনা আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য দপ্তরের গাড়ি এসে তাঁর বাড়ি থেকেনিয়ে যায় বলে এলাকায় খবর ছড়িয়ে পড়তেই নিউটাউন বাজারের বেশ কিছু দোকানদার দোকানপাটগুটিয়ে বাড়ি চলে যান।শহরের অন্যতম ব্যস্ত দুই নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটও ফাকা হয়েযায়।