পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলসিংপাড়ায় যৌথ অভিযান পুলিশ ও SSB-র, বানচাল ডাকাতির ছক - Sahasra Seema Bal

ভারত-ভূটান সীমান্তের দলসিংপাড়া চা বাগান এলাকায় জয়গা থানার পুলিশ ও SSB জওয়ানদের একটি দল যৌথ অভিযান চালায় ৷ খবর ছিল ওই এলাকায় ডাকাতির জন্য চার দুষ্কৃতী জড়ো হয়েছে । পুলিশ ও SSB জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছাতেই চম্পট দেয় তিন দুষ্কৃতী ৷ আজিজুল পালাতে না পেরে ধরা পড়ে যায় ।

ALipurduar
দলসিংপাড়ায় যৌথ অভিযান পুলিশ ও SSB-র

By

Published : Dec 30, 2019, 7:32 PM IST

আলিপুরদুয়ার, 30 ডিসেম্বর : দলসিংপাড়া চা বাগান এলাকা থেকে 9 mm পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ গ্রেপ্তার হল এক দুষ্কৃতী ৷ ধৃতের নাম আজিজুল ইসলাম । তার বাড়ি কোচবিহার জেলার আটপুকুরি গ্রামে । আজিজুলকে পুলিশ এবং SSB আলাদাভাবে জেরা করছে ।

ভারত-ভূটান সীমান্তের দলসিংপাড়া চা বাগান এলাকায় জয়গা থানার পুলিশ ও SSB জওয়ানদের একটি দল যৌথ অভিযান চালায় ৷ খবর ছিল ওই এলাকায় ডাকাতির জন্য চার দুষ্কৃতী জড়ো হয়েছে । পুলিশ ও SSB জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছাতেই চম্পট দেয় তিন দুষ্কৃতী ৷ আজিজুল পালাতে না পেরে ধরা পড়ে যায় ।

আজিজুলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 31 ডিসেম্বর রাতে ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল । আগামীকাল ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details