আলিপুরদুয়ার, ১৮ মার্চ : সামনেই লোকসভা নির্বাচন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। এখন চলছে জোরকদমে ভোটের প্রচার। কথায় আছে মঙ্গলে ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আগের চারটি নির্বাচনের মতো এবছরও নির্বাচনে "খনার বচন "-এর উপর পূর্ণ আস্থা রাখছেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকে। পঞ্জিকার উপর ভরসা করে বুধবার মনোনয়নপত্র জমা দেবেন দশরথ।
ভরসা পাঁজিতে, বুধবার মনোয়নপত্র জমা দশরথের - alipurduar
সামনেই লোকসভা নির্বাচন। পঞ্জিকার উপর ভরসা করে বুধবার মনোনয়নপত্র জমা দেবেন দশরথ।
পঞ্জিকা মতে বুধবার দোল পূর্ণিমা শুরু হচ্ছে। তার উপর চলতি সপ্তাহের বুধবার রয়েছে অমৃত যোগ। খনার বচন অনুযায়ী মঙ্গলে ঊষা বুধে পা,যথা ইচ্ছা তথা যা-এর অর্থ মঙ্গলবার রাত শেষ হয়ে যখন ভোর হয় অর্থাৎ বুধবারের শুরুতেই যদি কোনও কাজের উদ্দেশ্যে কোথাও যাত্রা করা যায় তাহলে সেই কাজ সফল হয়। তৃণমূল সূত্রে খবর, বুধবার বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধে ৬টা পর্যন্ত যে অমৃতযোগ থাকছে সেই সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে।
আজ দশরথবাবুর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করে বুধবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। তবে দল বা দশরথ কোনও পক্ষই প্রকাশ্যে পঞ্জিকায় আস্থার কথা স্বীকার করছে না। দশরথের ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গেছে, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের RSP-র তিনবারের এই বিধায়ক প্রতি নির্বাচনেই পঞ্জিকা দেখে মনোনয়নপত্র জমা দিতেন। প্রতি নির্বাচনেই তিনি প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে শেষ অবধি ভোট জেতেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। সেবার মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে ছিনিয়ে নেন দশরথ তিরকে। এবারও তাঁর ভরসা তাই পঞ্জিকা।