আলিপুরদুয়ার, 19 এপ্রিল: লকডাউনের জেরে অনটনে ধুকতে থাকা সাড়ে ছয়শো পরিবহন কর্মীকে ত্রাণ বিতরণ করল নর্থ বেঙ্গল মোটর কর্মী সংগঠন।
650 পরিবহন কর্মীকে ত্রাণ দিল নর্থ বেঙ্গল মোটর কর্মী সংগঠন - পরিবহন কর্মীকে ত্রাণ
লকডাউনে থমকে গণ পরিবহন। অর্থাভাবে ধুকছেন পরিবহন কর্মীরা। রবিবার এমন 650 পরিবহন কর্মীর পরিবারের হাতে ত্রাণ তুলে দিল নর্থ বেঙ্গল মোটর কর্মী সংগঠন।
![650 পরিবহন কর্মীকে ত্রাণ দিল নর্থ বেঙ্গল মোটর কর্মী সংগঠন relief_distribution to transport workers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6859826-947-6859826-1587312919321.jpg)
কোরোনা সংক্রমণের আশঙ্কায় দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোপ পড়েছে পরিবহন ব্যবসায়। গণ পরিবহন থমকে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার পরিবহন কর্মী। গাড়ির চাকা না ঘুরলে যাঁদের হাঁড়ি চড়ে না। এদিকে লকডাউনের দ্বিতীয় পর্যায়ে এসে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এইসব পরিবহন কর্মীদের। এমত অবস্থায় আলিপুরদুয়ারের ফালাকাটার প্রায় 650 পরিবহন কর্মীর পাশে দাঁড়াল উত্তরবঙ্গে পরিবহন কর্মীদের বৃহত্তম অরাজনৈতিক সংগঠন নর্থবেঙ্গল মোটর কর্মী সংগঠন। রবিবার ফালাকাটায় ওই সংগঠনের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন কর্মীদের মাথাপিছু সাড়ে ছয় কিলো চাল, তেল, সয়াবিন, ডাল ও সাবান তুলে দেওয়া হয়। সংগঠনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে লকডাউন দীর্ঘায়িত হলে এভাবেই বিপদে পড়া পরিবহন কর্মীদের পাশে থাকবে নর্থবেঙ্গল মোটর কর্মী সংগঠন।
সংগঠনের সম্পাদক চন্দন মিত্র বলেন, "আমাদের সংগঠনের কর্মীদের পাশে আমরা সকলে রয়েছি। কেউ যাতে অর্ধাহারে বা অনাহারে না থাকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যতদিন লকডাউন চলবে ততদিন সংগঠন সকল সদস্যকে সাহায্য করবে।"