আলিপুরদুয়ার, 16 মে : ভিনরাজ্য থেকে ইতিমধ্যে শ্রমিকরা ফিরছেন । এখন তাঁদের নির্দিষ্ট জেলায় পৌঁছে দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে । ভিনরাজ্যের এই শ্রমিকরাই শুধু নন, ভিন জেলায় আটকে থাকা শ্রমিকদেরও বাড়ি পৌঁছাতে উদ্যোগী সরকার । আর সরকারের এই উদ্যোগকে বাস্তবায়িত করার দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে(NBSTC) । নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন NBSTC-র বাস চালক ও কন্ডাক্টররা । কিন্তু এই কাজ করতে গিয়ে তাঁদের সুরক্ষাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে ? তার আসল ছবি ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় ।
গতকাল NBSTC-র চারটি বাস 84 জন শ্রমিককে নিয়ে মাধবমোড় থেকে রওনা দেয় । এই শ্রমিকরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের । ফলে, চারটি বাসের মধ্যে এক একটির গন্তব্য একটি করে জেলা । এই চারটি বাস রওনা দেওয়ার আগে চালক ও কন্ডাক্টরদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তাঁদের কাছ থেকে জানতে চান ETV ভারতের প্রতিনিধি । আর তাতেই সামনে আসে আসল তথ্য ।
চালক ও কন্ডাক্টরদের সুরক্ষায় PPE দেওয়া তো দূরের কথা, দেওয়া হয়েছে রেনকোট । তাও আবার ফাটা । যে গ্লাভসগুলি চালক ও কন্ডাক্টররা পরে আছেন তাও ফাটা । চালকদের আক্ষেপ, এই ছেঁড়া রেনকোট ও গ্লাভস নাকি কোরোনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে । অন্তত সংস্থার উচ্চপদাধিকারীরা তেমনটাই বলেছেন তাঁদের ।