আলিপুরদুয়ার, 10 জানুয়ারি: 2009 সালে আলিপুরদুয়ার শহরের দু'টি সোনার দোকানে চুরির অভিযোগে নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। 2019 সালে তিনি কোচবিহারের সাংসদ হওয়ার পর মামলাটি বারাসতের এমপি আদালতে স্থানান্তরিত হয়। নিশীথ প্রামাণিকের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না-থাকার দরুণ থার্ড কোর্টের বিচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গত নভেম্বর মাসের 15 তারিখে। মঙ্গলবার, অর্থাৎ আজ আলিপুরদুয়ার আদালতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক স্বশরীরে উপস্থিত হন।
জানা গিয়েছে, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। বারাসত আদালতে (Barasat Court)মামলা চলে গিয়েছিল। ফের এই মামলা আলিপুরদুয়ারে আসে। আলিপুরদুয়ার থার্ড কোর্টে তিনি গত নভেম্বর মাসের 11 তারিখে জামিনের আবেদন করেছিলেন। 2009 সালে নিশীথের বিরুদ্ধে দু'টো মামলা ছিল ৷ জিআর (GR)973/09 কেসে 457, 411, 380 এবং জিআর (GR)1040/09 461, 379, 411 ধারার মামলা। কোনও জায়গায় চুরি করা তো কোথাও চোরাই মাল পাওয়া যাওয়ার ঘটনা রয়েছে। নিশীথ প্রামাণিক যেহেতু সাংসদ তাই বারাসত আদালতে কেস চলে গিয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশে কেস দু'টি ফের আলিপুরদুয়ার আদালতে আসে।