আলিপুরদুয়ার, 29 এপ্রিল: দোকানে কাজ করা 300 কর্মচারীকে ত্রাণ তুলে দিল ফালাকাটার একটি স্বেচ্ছাসেবী সংস্থা । লকডাউনের জেরে আর্থিক অনটনে দিন কাটাচ্ছিলেন তাঁরা । তাঁদের সাহায্যে এগিয়ে আসে ওই সংস্থা ।
কোরোনা মোকাবিলায় বেড়েছে লকডাউন । বন্ধ দোকানপাট, ব্যবসা । এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বিভিন্ন দোকানের কর্মচারীরা । তাঁদের দিন কাটছে অনাহার অর্ধাহারে । দোকান বন্ধ থাকায় মিলছে না মাস মাইনে । এইসব কর্মচারীর কথা মাথায় রেখেই এগিয়ে এসেছেন আলিপুরদুয়ারের ফালাকাটার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ।
300 দোকান কর্মচারীকে ত্রাণ দিল ফালাকাটার স্বেচ্ছাসেবী সংস্থা - কোরোনা
সংসারে চরম অভাব। এই পরিস্থিতিতে 300 দোকান কর্মচারীকে ত্রাণ তুলে দিল ফালাকাটার স্বেচ্ছাসেবী সংস্থা ।
আজ স্থানীয় ফালাকাটা কমিউনিটি হল চত্বরে শহরের 300 জনেরও বেশি কর্মচারীর মধ্যে চাল, ডাল, সোয়াবিন, সাবান বিতরণ করা হয় । চরম অনটনের সময় এইসব দ্রব্যসামগ্রী হাতে পেয়ে খানিকটা স্বস্তি পেয়েছেন দোকান কর্মচারীরা । কর্মচারী বুলু শীল, বিধান দাসরা বলেন, " টানা লকডাউনে আমাদের সংসার অচল হয়ে পড়েছে । অভাব অনটনে দিন কাটছে । একবেলা খাবার জোটে, অন্যবেলা না খেয়ে থাকতে হয়। তবে আজকের এই ত্রাণে আমাদের বেশ কয়েকদিন ভালোভাবে কেটে যাবে ।"
স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুভাষ রায় বলেন, "এই দোকান কর্মচারীদের অবস্থা খুব খারাপ । চরম অভাব অনটনে দিন কাটছে । অনেকেই অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন । তাই এই মানুষদের জন্য যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম । আগামী দিনেও আমরা এভাবেই সাহায্যর হাত বাড়িয়ে দেব ।"