পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইকে ঘুরে জনসংযোগ বৃদ্ধি করবেন তৃণমূল বিধায়ক - MLA Sourav Chakraborty

বিধায়কের দায়িত্ব সামলানোর পাশাপাশি দলের কাজে এতদিন গাড়ি ব্যবহার করতেন বিধায়ক সৌরভ চক্রবর্তী । কিন্তু এভাবে মানুষের থেকে তাঁর দূরত্ব বাড়ছে বলে তিনি মনে করেন । ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে এবার থেকে বাইকে ঘুরে বেড়াবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক ।

জনসংযোগ বৃদ্ধি করতে বাইকে ঘুরবেন বিধায়ক সৌরভ চক্রবর্তী
জনসংযোগ বৃদ্ধি করতে বাইকে ঘুরবেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

By

Published : Feb 23, 2021, 12:21 PM IST

আলিপুরদুয়ার, 23 ফেব্রুয়ারি : জনসংযোগ বাড়াতে আলিপুরদুয়ারের রাস্তায় বাইকে করে ঘুরে বেড়াবেন বিধায়ক সৌরভ চক্রবর্তী । মানুষ তাঁকে কাছে থেকে চায় । তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক ।

বিধায়ক পদের পাশাপাশি দলের একাধিক দায়িত্ব সামলাতে হয় সৌরভকে । গাড়ি নিয়ে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে হত । কিন্তু গাড়ির মধ্যে থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় না । তৃণমূল বিধায়কের অন্তত তেমন মত । সাধারণ মানুষের কাছে পৌঁছাতে তাই বাইক ব্যবহার করছেন বিধায়ক ।

আরও পড়ুন :শুভেন্দুর পাল্টা সভা করবে আমাদের অঞ্চল সভাপতি, তাচ্ছিল্য তৃণমূল বিধায়কের

সৌরভ জানালেন, "মানুষ তাঁদের গুটিসকে চায় । আমাকে এই নামে সবাই চেনে । আলিপুরদুয়ারের রাস্তায় যখন বের হই তখন মানুষ আমার কাছে আসতে চান । যা গাড়িতে থেকে সম্ভব নয় ।" তাই ঠিক করেছেন নিজের বিধানসভা কেন্দ্রের সব এলাকায় তিনি বাইকে ঘুরে বেড়াবেন এবং জনসংযোগ গড়ে তুলবেন । শুধুমাত্র জেলার বাইরে দলের দায়িত্ব সামলাবার ক্ষেত্রে গাড়ির ব্যবহার করবেন ।

জনসংযোগ বৃদ্ধি করতে বাইকে ঘুরবেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

ABOUT THE AUTHOR

...view details