আলিপুরদুয়ার, 27 মে : নিজের বিধায়ক ভাতায় চার বছরের জমানো টাকা দিয়ে 20 হাজার দুস্থ মানুষকে ত্রাণ দিয়ে সাহায্য করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি । বলেন, গত দু'মাস ধরে লকডাউনের মধ্যে তাঁর বিধানসভা কেন্দ্রের 20 হাজার দুস্থ মানুষকে ত্রাণ বিলি করেছেন । এই ত্রাণের জন্য সমস্ত টাকা তিনি নিজের চার বছরের বিধায়ক ভাতা থেকে নিয়েছেন । এছাড়া, আমফান-বিপর্যস্ত এলাকাগুলিতে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 17 লাখ টাকা দান করেছেন তিনি ।
এদিন সাংবাদিক বৈঠকে সৌরভ চক্রবর্তী বলেন, আলিপুরদুয়ার শহরের চিকিৎসক, মহাবিদ্যালয়ের অধ্যাপক, স্কুল শিক্ষক, আইনজীবীদের থেকে সাহায্য নিয়ে ও নিজের উপার্জনের টাকা দিয়ে মোট 17 লাখ টাকা একত্রিত করেছেন । আজ তা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন । এই 17 লাখ টাকার চেক জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অজিত বর্ধনের হাতে তুলে দেন ।