পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা সুন্দরী পলিটিক্যাল গিমিক, বলছে বিরোধীরা

যেসব চা শ্রমিকদের বাসস্থান নেই তাদের আবাসন দেওয়া হবে, রাজ্য বাজেটে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ প্রকল্পের নাম চা সুন্দরী ৷ এই প্রকল্প নিয়ে আশায় বুক বেঁধেছে শ্রমিকরা ৷

By

Published : Feb 11, 2020, 11:33 PM IST

mixed reaction on cha sundari scheme
চা সুন্দরী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চা বলয়ে

আলিপুরদুয়ার, 11 ফেব্রুয়ারি : সদ্য সমাপ্ত রাজ্য বাজেট ৷ উত্তরবঙ্গের চা বলয়ের গৃহহীন শ্রমিকদের স্বার্থে চা সুন্দরী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ কিন্তু চা শ্রমিকদের অনেকেরই মনে প্রশ্ন একটাই ৷ সত্যিই কি বাস্তবায়িত হবে এই প্রকল্প ? কারণ চা বলয়ে আদিবাসী মহল্লায় এখনও পর্যন্ত জমির পাট্টা পায়নি চা শ্রমিকরা ৷ প্রশ্ন উঠছে চা বাগানের লিজ় নেওয়া ল্যান্ডের উপর শ্রমিকদের জন্য কীভাবে আবাসন নির্মাণ করবে রাজ্য সরকার ?

নতুন এই প্রকল্পে গৃহহীন চা শ্রমিকদের আবাসনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে ৷ যদিও এই প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের ৷

বেহাল দশা চা শ্রমিকদের ঘরের

চা বাগান শ্রমিকদের একাংশ জানান, চা বলয়ের বহু শ্রমিকদের ঘরের অবস্থা খারাপ ৷ অনেকে আছে যারা প্লাস্টিক টাঙিয়ে কোনওক্রমে দিন কাটাচ্ছেন । বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয় । সেইসঙ্গে চিতা, হাতি, বাইসন, বুনো শুয়োরের তাণ্ডব নিত্যসঙ্গী । যদি রাজ্য সরকারের এই প্রকল্প বাস্তাবায়িত হয় তাহলে সত্যিই তারা উপকৃত হবে ৷

চা সুন্দরী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চা বলয়ে

এই বিষয়ে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অসীম মজুমদার জানান, অধিকাংশ চা বাগানে শ্রমিকদের মাথা গোঁজার ঠাই নেই । শ্রমিকরা ভাঙা ঘরে প্লাস্টিক অথবা ত্রিপল টাঙিয়ে বাস করছে ৷ এটাই বাস্তব । এই প্রকল্পে শ্রমিকরা উপকৃত হবে । বলেন, "চা শ্রমিকদের আবাসনের ব্যপারে বর্তমান ম্যানেজমেন্টরা নজর দেয় না ৷ আর যে বাগানগুলি বন্ধ হয়ে গেছিল ৷ এখন আবার চালু হয়েছে ৷ সেগুলির শ্রমিক আবাসনের অবস্থা খুবই খারাপ ৷ এই প্রকল্প চা শ্রমিকদের জন্য যুগান্তকারী ৷ "

অন্যদিকে, এই বিষয়ে BJP-র চা বাগান সংগঠন BTWU-এর আলিপুরদুয়ার জেলা সভাপতি অসীম লামা বলেন, "এটা পলিটিক্যাল গিমিক ৷ প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রথমে তো জমির পাট্টা পেতে হবে ৷ চা বাগানের যত জমি রয়েছে সবই লিজ়ের জমি ৷ এই লিজ়ের জমিতে চা শ্রমিকদের জন্য আবাসন কীভাবে তৈরি করা যাবে ? এই প্রকল্প কার্যকরী করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ৷ 2021 সালের নির্বাচনকে মাথায় রেখে এই ঘোষণা করা হয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details