পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalchini BDO : বিডিও-র আবাসনে বন্দুক নিয়ে হামলা দুষ্কৃতীদের - huseing complex

কালচিনির বিডিও-র আবাসনে দুষ্কৃতী হানার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ ঘটনার পর নিরাপত্তার অভাববোধ করছেন বিডিও সহ স্থানীয়রা ৷ ইতিমধ্যেই জেলাশাসককে গোটা ঘটনার কথা জানিয়েছেন বিডিও ৷

Kalchini Bdo Housing
কালচিনির বিডিওকে প্রাণে মারার হুমকি দুষ্কৃতীদের

By

Published : Sep 22, 2021, 9:47 PM IST

কালচিনি, 22 সেপ্টেম্বর : কালচিনির বিডিও অফিস চত্বরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল । মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও প্রশান্ত বর্মনের আবাসনে আচমকাই হানা দেয় বন্দুকধারী তিন দুষ্কৃতী। তাদের কথা মতো না চললে বিডিওকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় কোনওরকমে সেখান থেকে পালিয়ে আবাসনের স্নানঘরে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান বিডিও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় কালচিনি থানার পুলিশ।

এই ঘটনার পর আবাসনে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিডিও প্রশান্ত বর্মন। ইতিমধ্যেই ঘটনার কথা জেলাশাসককে জানিয়েছেন বিডিও । এদিকে এদিন কালচিনি ব্লক অফিস বন্ধ রাখা হয় এই দুষ্কৃতী হামলার ঘটনার পর । সকাল থেকেই অফিসের গেটে ঝুলছে তালা। উল্লেখ্য, বিডিও প্রশান্ত বর্মন ব্লকের সাধারণ মানুষদের মধ্যে দারুণ জনপ্রিয়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা একেবারে মানুষের ঘরের দুয়ারে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসেন। সম্ভবত সেকারণেই এই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনিতে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিডিও-র আবাসনে বন্দুক নিয়ে হামলা দুষ্কৃতীদের

আরও পড়ুন: দু'বছর ধরে ভাটা, বিদেশি বরাত মিলছে না সুরুলের শোলা শিল্পীদের

ঘটনার পর বিডিও বলেন, "এই ঘটনা কারা ঘটাল তা আমার জানা নেই ৷ তবে আমি আর এই আবাসনে থাকব না ৷" ঘটনার পর বিডিওর আবাসনের অন্য বাসিন্দারাও নিরাপত্তার অভাববোধ করছেন ৷ ইতিমধ্যেই বিডিও প্রশান্ত বর্মন এই আবাসন ছাড়ার তোড়জোড় শুরু করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details