কালচিনি, 22 সেপ্টেম্বর : কালচিনির বিডিও অফিস চত্বরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল । মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও প্রশান্ত বর্মনের আবাসনে আচমকাই হানা দেয় বন্দুকধারী তিন দুষ্কৃতী। তাদের কথা মতো না চললে বিডিওকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় কোনওরকমে সেখান থেকে পালিয়ে আবাসনের স্নানঘরে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান বিডিও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় কালচিনি থানার পুলিশ।
এই ঘটনার পর আবাসনে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিডিও প্রশান্ত বর্মন। ইতিমধ্যেই ঘটনার কথা জেলাশাসককে জানিয়েছেন বিডিও । এদিকে এদিন কালচিনি ব্লক অফিস বন্ধ রাখা হয় এই দুষ্কৃতী হামলার ঘটনার পর । সকাল থেকেই অফিসের গেটে ঝুলছে তালা। উল্লেখ্য, বিডিও প্রশান্ত বর্মন ব্লকের সাধারণ মানুষদের মধ্যে দারুণ জনপ্রিয়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা একেবারে মানুষের ঘরের দুয়ারে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসেন। সম্ভবত সেকারণেই এই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনিতে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।