অলিপুদুয়ার, 10 অক্টোবর : নবমীর রাতে বাড়ির পাশের পুজো মণ্ডপে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল নাবালিকা ৷ হঠাৎই উধাও হয়ে যায় নাচের আসর থেকে ৷ পরের দিন সকালে পুজো মণ্ডপ থেকে 500 মিটার দূরে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে ৷ ঘটনায় একই পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ ফালাকাটার ধানিরামপুরের ঘটনা ৷
নবমীতে নাচের প্রতিযোগিতা থেকে উধাও, ধর্ষণ করে খুন নাবালিকাকে - অলিপুদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী
নবমীর রাতে বাড়ির পাশের পুজো মণ্ডপে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছিল নাবালিকা । হঠাৎই মণ্ডপের নাচের আসর থেকে উধাও হয়ে যায় ৷ শুরু হয় খোঁজ ৷ পরের দিন অর্থাৎ দশমীর সকালে পুজো মণ্ডপ থেকে মাত্র 500 মিটার দূরে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে ৷ নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
নবমীর রাতে বাড়ির পাশের পুজো মণ্ডপে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছিল নাবালিকা । হঠাৎই মণ্ডপের নাচের আসর থেকে উধাও হয়ে যায় ৷ শুরু হয় খোঁজ ৷ পরের দিন অর্থাৎ দশমীর সকালে পুজো মণ্ডপ থেকে মাত্র 500 মিটার দূরে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় ফালাকাটার জটেশ্বর ফাঁড়িতে । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । এদিকে ঘটনার পরই উত্তেজনা ছড়ায় জটেশ্বর এলাকায় । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । ঘটনার তদন্ত করতে আলিপুরদুয়ার থেকে নিয়ে যাওয়া হয় স্নিফার ডগ । শেষমেশ মঙ্গলবার রাতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে ওই নাবালিকাকে । ফরেন্সিক পরীক্ষার জন্য নাবালিকার দেহ অলিপুরদুয়ার মর্গ থেকে কোচবিহার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
এবিষয়ে, অলিপুদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন, মঙ্গলবার রাতেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে একই পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । বাকি দুই ভাইয়ের খোঁজ চলছে ।