আলিপুরদুয়ার, 3 জুলাই : নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ সূত্রধরের বিরুদ্ধে ৷ দু'বার গর্ভপাত করানোর অভিযোগও উঠেছে ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এর প্রতিবাদে আজ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা ৷
ওই নাবালিকার বাবা বলেন, তিনি ও তাঁর স্ত্রী দু'বছর আগে নেপালে কাজ করতে যান । সেই সময় মেয়েকে তাঁর কাছে রেখে যেতে বলেন উপপ্রধান । সেই থেকে তাঁর বাড়িতেই পরিচারিকার কাজ শুরু করে ওই নাবালিকা ।
উপপ্রধানের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে ৷ স্ত্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করেন । তিনি সকালে সেন্টারে চলে যেতেন ৷ আর দুই ছেলে স্কুলে যেত । তখন ফাঁকা বাড়িতে তাকে একা পেয়ে উপপ্রধান টানা দু'বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ নাবালিকার । শুক্রবার তার পরিবার মাদারিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত উপপ্রধান এলাকা ছেড়ে পালিয়েছে ৷