আলিপুরদুয়ার, 14 সেপ্টেম্বর : পুজো প্যান্ডেলে মাইক ব্যবহারে পুলিশ, প্রশাসনের নিয়ম অনেক । সেই নিয়মের চাপে মাইক ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতি । আজ সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় সংগঠনের 85 জন সদস্য ।
আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন জেলার মাইক ব্যবসায়ীদের প্রতিটি মাইকের অ্যামপ্লিফায়ারে 90 ডেসিবেল যুক্ত সাউন্ড লিমিটেড মিটার মেশিন লাগানোর নিয়ম জারি করে । এর জেরে ক্ষুব্ধ মাইক ব্যবসায়ীরা । তাঁদের অভিযোগ, এই মেশিন খুব ব্যয়বহুল । প্রতি মাইকে এই মেশিন লাগালে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে দাবি ব্যবসায়ীদের । তাই পুলিশ প্রশাসনের তরফে এই নিয়ম তুলে না নিলে মহালয়া থেকে কালীপুজা পর্যন্ত মাইক ধর্মঘটের সিদ্ধান্ত নেয় জেলা মাইক সংগঠন ।