মাদারিহাট, 24 মে : একাধিক অভিযোগ এনে মাদারিহাটের বিডিও-র বদলির দাবিতে সরব হলেন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 15 জন সদস্য । সোমবার এই দাবি নিয়েই কোভিড আইন ভেঙে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন তাঁরা ৷
তাঁদের অভিযোগ, মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিডিও শ্যারন তামাং উন্নয়ন তহবিলের টাকা নিজের ইচ্ছেমতো কোনও প্রকার টেন্ডার ছাড়াই নিজের পছন্দের এজেন্সিকে পাইয়ে দিচ্ছেন । পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি কোনও প্রকার সভা ছাড়াই উন্নয়ন তহবিল খরচ করছেন । পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিকে অন্ধকারে রেখে কতিপয় সরকারি আধিকারিকদের নিয়ে অনিয়ম করে সরকারি তহবিল তছরুপ করছেন ।