আলিপুরদুয়ার, 4 মে : খুলে যাবে মদের দোকান । গতরাতে খবরটা পাওয়ার পর থেকেই আর ঘরে বসে থাকতে পারেননি তাঁরা । আগেভাগে জায়গা ধরতে হবে । তাই ভোররাত থেকেই ইটপাতা শুরু । তার মঝেই কেউ ভরসা রেখেছেন গণেশে । সকাল হলে দেখা যায় মদের দোকানের ইট পাথরের লম্বা লাইনের মাঝে দাঁড়িয়ে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ । আলিপুরদুয়ারের ফালাকাটা কলেজপাড়ার একটি মদের দোকানের ঘটনা ।
মদ্যপায়ীর তেষ্টা মেটাতে লাইনে সিদ্ধিদাতা গণেশ ! - মদের লাইনে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ
আলিপুরদুয়ারের ফালাকাটা কলেজপাড়ার একটি মদের দোকানের ঘটনা । স্থানীয়ের একাংশের তরফে জানা গেছে, এলাকার কোনও মাতালই এই কাজ করেছে । ইট পাথর না পেয়ে শেষমেশ গণেশকে এনে বসিয়ে দিয়েছে লাইনে ।
লকডাউনের জেরে মাসখানেক মদ ছাড়াই কেটেছে । গতরাতে খবর পাওয়া যায়, আজ সকাল দশটা থেকে খুলে যাবে জেলার সমস্ত মদের দোকান। তাই আগাম মজুত করতে আর কোনওরকম ঝুঁকি নেননি মদ্যপায়ীরা। ভোররাত থেকে জেলার নানা দোকানের সামনে লাইন দিতে শুরু করেছেম মানুষজন । কেউ কেউ আগে থেকে উপস্থিতি নিশ্চিত করতে দোকানের সামনে ইট,পাথর দিয়ে জায়গা রেখেছেন । এর মাঝেই আলিপুরদুয়ারের ফালাকাটা কলেজপাড়ার একটি মদের দোকানের লাইনে দেখা গেল গণেশের একটি মূর্তিকে। স্থানীয়ের একাংশের তরফে জানা গেছে, এলাকার কোনও মাতালই এই কাজ করেছে । ইট পাথর না পেয়ে শেষমেশ গণেশ এনে বসিয়ে দিয়েছে লাইনে ।
এই দোকানের সামনে লম্বা লাইন নিয়েও অস্বস্তিতে রয়েছেন স্থানীয়রা । স্থানীয় বাসিন্দা সলিল সমাদ্দার, জীবন সাহা, বিকাশ নাথরা জানান, আশপাশের চা বাগান থেকে শুরু করে এলাকার বাইরের লোকজনও এখানে এসে ভিড় জমিয়েছেন। তাই কলেজপাড়া প্রবেশের পথ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে । ওই দোকান বন্ধ রাখার দাবিও তুলেছেন তাঁরা ।