পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভরসা "অ্যাম্বুলেন্স দাদা" আক্রম - আলিপুরদুয়ারে অ্যাম্বুলেন্স দাদা

যেখানে অ্যাম্বুলেন্স পরিষেবা যায় না, সেখানে পৌঁছে যায় আক্রমের বাইক ৷ দিন নেই, রাত নেই, মরণাপন্ন ব্যক্তিকে নিয়ে তিনি হাসপাতালে ছোটেন ৷ আর এভাবেই তিন বছরে আক্রম হয়ে উঠেছেন সবার "অ্যাম্বুলেন্স দাদা" ৷

Mohammad Akram giving ambulance service on bike
মহম্মদ আক্রম

By

Published : Feb 4, 2020, 11:42 PM IST

আলিপুরদুয়ার, 4 ফেব্রুয়ারি : প্রত্যন্ত গ্রামের মুমূর্ষু রোগীকে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন "অ্যাম্বুলেন্স দাদা" ৷ আলিপুরদুয়ারের মহম্মদ আক্রম নিজের বাইককেই অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়েছেন ৷ তিন বছর ধরে তিনি জেলার প্রত্যন্ত এলাকায় এই পরিষেবা দিচ্ছেন ৷

বছর চারেক আগে নিজের সন্তানকে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছিলেন আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের দলদলির বাসিন্দা মহম্মদ আক্রম ৷ আলিপুরদুয়ার হাসপাতালে ভরতি ছিল আক্রমের ছেলে ৷ চিকিৎসকরা তাকে শিলিগুড়ি স্থানান্তরের পরামর্শ দেন ৷ কিন্তু সেই রাতে অ্যাম্বুলেন্সের অভাবে চার বছরের ছেলেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পাননি পেশায় টোটোচালক আক্রম ৷ শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হয় তাঁর সন্তানের ৷ তখন থেকেই প্রতিজ্ঞা করেন, এভাবে কারও কোল খালি হতে দেবেন না ৷ মৃত্যুর আগে পর্যন্ত রোগীর সেবা দেওয়ার চেষ্টা করে যাবেন ৷ তৈরি করবেন গ্রামীণ অ্যাম্বুলেন্স ৷ সেই ভাবনা থেকেই প্রথমে টোটোতে করে অ্যাম্বুলেন্স পরিষেবা দিতেন আক্রম ৷ পরবর্তীতে ধার-দেনা করে একটি পুরানো বাইক কেনেন তিনি ৷ সেই বাইক নিয়ে পৌঁছে যান জেলার প্রত্যন্ত অঞ্চলে ৷ যেখানে অ্যাম্বুলেন্স পরিষেবা যায় না, সেখানে পৌঁছে যায় আক্রমের বাইক ৷ দিন নেই, রাত নেই, মরণাপন্ন ব্যক্তিকে নিয়ে তিনি হাসপাতালে ছোটেন ৷ আর এভাবেই তিন বছরে আক্রম হয়ে উঠেছেন সবার "অ্যাম্বুলেন্স দাদা" ৷

অ্যাম্বুলেন্স দাদা মহম্মদ আক্রম

পদ্মশ্রী করিমুল হক হলেন মহম্মদ আক্রমের রোল মডেল ৷ ছোটো গলি কিংবা চা বাগান এলাকায় আক্রমের বাইক সহজে পৌঁছে যায় ৷ তিন বছরে প্রায় 400-র বেশি রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তিনি ৷ কখনও প্রাথমিক চিকিৎসার কাজও তিনি করেন ৷ স্থানীয় মানুষও ভরসা করেন আক্রমের উপর ৷ বিপদে এমন একজনকে পাশে পেয়ে আশ্বস্ত রোগী থেকে তাঁদের আত্মীয়-পরিজনরাও ৷

ABOUT THE AUTHOR

...view details