পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভরতি হয়েছিলেন কোরোনার উপসর্গ নিয়ে, আলিপুরদুয়ারে আইসোলেশন ওয়ার্ডে মৃত ব্যক্তি - corona suspected patient died

আলিপুরদুয়ারে তপসিখাতা কোরোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু ব্যক্তির । তিনি গতকাল কোরোনা উপসর্গ নিয়ে ভরতি হয়েছিলেন বলে জানা গেছে ।

কোরোনা
কোরোনা

By

Published : Apr 26, 2020, 1:36 PM IST

আলিপুরদুয়ার, 26 এপ্রিল : ফের কোরোনা সন্দেহে আলিপুরদুয়ারে মৃত এক ব্যক্তি । তিনি তপসিখাতা কোরোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি ছিলেন । তাঁর কোরোনা পজ়িটিভ ছিল কি না তা জানা যায়নি । লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

গতকাল রাতে জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা করাতে আসেন কালচিনির ওই বাসিন্দা । কোরোনা উপসর্গ দেখেই তাঁকে সরাসরি তপসিখাতার কোরোনা হাসপাতালে পাঠানো হয় । সেখানে তাঁকে আইসোলেশনে রাখা হয় । আজ ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর ।

আলিপুরদুয়ারের জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ড:পূরণ শর্মা এবিষয়ে জানান, উনি কোরোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন কি না তা এখনও স্পষ্ট নয় । তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । আজ বিকেলের মধ্যেই রিপোর্ট চলে আসবে । তারপর বলা যাবে মৃত্যুর কারণ কী ।

গত শনিবার ভোররাতে কালচিনির আরও এক বাসিন্দা তপসিখাতার কোরোনা আইশোলেশন ওয়ার্ডে মারা যান । তিনিও কোরোনা উপসর্গ নিয়ে ভরতি হয়েছিলেন । তাঁর মৃতদেহ সৎকার ঘিরে ঝামেলা হয় । মৃতদেহ সৎকারে বাধা দেন গ্রামবাসীরা । পরে জানা যায়, ওই ব্যক্তি কোরোনায় আক্রান্ত ছিলেন না । তাঁর লালারসের নমুনায় কোরোনা নেগেটিভ এসেছে । কোরোনা সন্দেহে আরও এক ব্যক্তির মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

ABOUT THE AUTHOR

...view details