আলিপুরদুয়ার, 28 ডিসেম্বর : স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক । বিষয়টি জানাজানি হতে বেশ কয়েকবার ওই যুবককে সতর্ক করে আলিপুরদুয়ারের ত্রিবেণী টোল এলাকার মহম্মদ সালাম । বারণ করা সত্ত্বেও লাভ হয়নি । ছেদ পড়েনি ওই সম্পর্কে । আজ বিকেলে রাজু রাই নামে ওই যুবকের সঙ্গে দেখা করে সালাম । কারণ, ফের সেই বোঝানো, সম্পর্ক থেকে যাতে বেরিয়ে যায় রাজু । তবে, বিষয়টি স্থীতিশীল হওয়া তো দূর, রাস্তায়ই শুরু হয় কথা কাটাকাটি । কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে ভোজালি বের করে রাজুর ডান হাতে কোপ বসায় সালাম । কবজি থেকে হাত কেটে মাটিতে পড়ে যায় । কিছুক্ষণ ছটকানোর পর ধুলো বালির মাঝেই পড়ে থাকে হাতের কাটা অংশ । চম্পট দেয় সালাম । রাজুকে ভরতি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, যুবকের হাত কাটল স্বামী - যুবকের হাত কাটল এক ব্যক্তি
স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রতিবেশী যুবকের হাত কাটল এক ব্যক্তি । ঘটনাটি আলিপুরদুয়ারের ত্রিবেণী টোল এলাকার । জখম যুবককে ভরতি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ।
![বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, যুবকের হাত কাটল স্বামী যুবকের হাত কাটল স্বামী](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5524133-thumbnail-3x2-aa.jpg)
যুবকের হাত কাটল স্বামী
ব্যস্ত সময়ে রাস্তায় পাশে হাত পড়ে আছে দেখে অনেকেই হকচকিয়ে যায় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে কাটা হাতটি উদ্ধার করে নিয়ে যায় । সালামের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
এবিষয়ে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, জয়গার ত্রিবেণী টোলের বাসিন্দা মহম্মদ সালাম প্রতিবেশি রাজু রাইয়ের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে । তার হাত কেটে যায় । জয়গা থানায় অভিযোগ দায়ের করেছেন রাজু রাইয়ের মা মিনতি রাই ।