আলিপুরদুয়ার,20 জুন : গভীর রাতে ঘুমের মধ্যে থাকা দুই কন্যা ও স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ব্যাক্তির বিরুদ্ধে। অভিযোগ, খুনের পর মৃত দুই মেয়েকে প্লাস্টিকে এবং স্ত্রীকে তোষোকে মুড়ে ফেলে ওই ব্যক্তি ৷ তারপর ভ্যানে বসিয়ে তিনটি দেহ ভাসিয়ে দেয় নদীতে। এরপর নিজে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় । শনিবার দুপুরে রায়ডাক নদী থেকে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ । অন্যদিকে আলিপুরদুয়ার রেলপুলিশ রেল লাইনের ধার থেকে ওই ব্যাক্তির দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করে । আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর চিকলিগুড়ির পাল পাড়ার ঘটনা ।
গতমাসেই আলিপুরদুয়ার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নিউটাউন দুর্গাবাড়ি এলাকার অবকাশ রোডের এক বাড়িতে স্ত্রী ও পুত্রকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় একজন । মাস ঘুরতে না ঘুরতেই ফের সপরিবারে এমন মৃত্যুর ঘটনা । পাল পাড়ার বাসিন্দা পেশায় কুমোর পিঙকু পালের (45), স্ত্রী জয়ন্তী পাল(35), বড় মেয়ে পায়েল ও ছোটো মেয়ে কোয়েলকে নিয়ে থাকতেন । ঠেলাভ্যান করে পিঙকু পাল মাটির জিনিস ফেরি করে সংসার চালাত । লকডাউনের জেরে তাঁর ব্যবস্যা বন্ধ হয়ে যায় । চরম আর্থিক সংকটে পড়ে যান পিঙকু । স্থানীয় বাসিন্দাদের মতে, অনটনের কারণে সবাইকে খুন করে আত্মহত্যা করেছে পিঙ্কু ।