আলিপুরদুয়ার, 10 ডিসেম্বর: আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে গিয়েও 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার তিনি বলেন, 1 লাখ 15 হাজার কোটি টাকা পাওনা কেন্দ্রের থেকে ৷ এই টাকা যাতে দিয়ে দেওয়া হয়, সে জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন ৷
এ দিন মমতা বলেছেন, "100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ বাংলার বাড়ি তৈরি করছিলাম, সেটাও বন্ধ করে দিয়েছে ৷ জিএসটি তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র ৷ কিন্তু রাস্তা তৈরির টাকা দিচ্ছে না ৷ আর একই ট্যাক্স আমাদের কাছ থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে । আমাদের শেয়ার দিচ্ছে না ৷ আমাদের বহু প্রকল্প ৷ আমি 18, 19, 20 তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর কাছে সময় চেয়েছি ৷ আমাদের টাকা দিন নয়তো গদি ছাড়ুন ৷ বিদায় নিন ৷ আমার সঙ্গে কয়েকজন সাংসদও যাবেন ৷ তাঁরাও কিছু চাইবেন ৷ আশা করি প্রধানমন্ত্রী আমাকে সময় দেবেন ৷ আমি টাকা পেলে কত কিছুতে টাকা খরচ করতে পারতাম ৷"
এ দিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "এটা বিজেপি নয় । দিদি আছে । লোকসভা নির্বাচনের আগে বলেছিল, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে । কোভিডের সময় রেশনে চাল দিল আবার বন্ধ করে দিল । আমি বন্ধ করে দিইনি । আমি চাই সবাই ভালো থাকুক ।"
গতকালই কার্শিয়াং সফর শেষ করে আলিপুরদুয়ারে যাওয়ার আগে শিলিগুড়িতে মমতা বলেন, ‘‘আমি দিল্লি যাচ্ছি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য ৷ 18, 19 ও 20 ডিসেম্বর যে কোনও সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আমি চিঠি লিখেছি ৷ আমি জানিয়েছি যে, আমি আমার কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাই ৷ কারণ দীর্ঘদিন ধরে আমাদের 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না ৷ এমনকি 100 দিনের যে কাজ হয়ে গিয়েছে, সেই টাকাও দেওয়া হয়নি ৷’’