আলিপুরদুয়ার, 19 জানুয়ারি: অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসিদের (OBC) জন্য নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই প্রকল্পের নাম তিনি দিয়েছেন ‘মেধাশ্রী’ ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী সেই সভা থেকেই তিনি এই ঘোষণা করেন ৷ তার আগে অবশ্য ওবিসিদের সংরক্ষণ (OBC Reservesion) ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের তরফে সংখ্যালঘু, তফশিলি জাতি-উপজাতি এবং ওবিসিদের স্কলারশিপ দেওয়া হত ৷ কিন্তু সম্প্রতি কেন্দ্রের তরফে সংসদে জানানো হয় যে তারা ওই স্কলারশিপ বন্ধ করে দিয়েছে ৷ এদিন সেই প্রসঙ্গ তুলেই কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর দাবি, বাংলায় ওবিসিদের জন্য 17 শতাংশ সংরক্ষণ করা হয়েছে ৷ এছাড়া সাধারণ শ্রেণির যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছে ৷ তাই এই সংরক্ষণ আলাদা করেই করা হয়েছে ৷ এর পরই কেন্দ্রের বিরুদ্ধে স্কলারশিপ বন্ধের অভিযোগ তোলেন ৷ তবে তাঁর মুখে সংখ্যালঘু, তফশিলি জাতি ও উপজাতিদের কথা শোনা যায়নি ৷ তিনি শুধুই ওবিসিদের স্কলারশিপ বন্ধ নিয়ে সরব হয়েছেন ৷ তিনি বলেন, ‘‘ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 800 টাকা করে আমরাই দেব ৷’’