পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আদিবাসীদের বহু ভুয়ো শংসাপত্র হয়েছে, বাতিল করবে সরকার: মমতা

Mamata on fake certificates for tribal: আদিবাসীদের নামে অনেক ভুয়ো কাগজ হয়েছে । এ কথা মেনে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সেগুলি বাতিল করা হবে । আদিবাসীদের শংসাপত্র দেওয়ার সরকার বিশেষ শিবির করবে বলে জানিয়েছেন তিনি ৷

Mamata on fake certificates for tribal
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 4:26 PM IST

আলিপুরদুয়ার, 10 ডিসেম্বর: আদিবাসীরা যাতে সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত না হন, সে জন্য উদ্যোগী রাজ্য সরকার ৷ আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আদিবাসীদের শংসপত্র নিশ্চিত করার পাশাপাশি জাল শংসাপত্রের যে অভিযোগ উঠেছে, তা এ দিন মেনে নেন তিনি ৷ দ্রুত সেই সমস্যা নিরসনে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন মমতা ৷

রবিবার আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, পরিবারে কোনও একজনের আদিবাসী শংসাপত্র থাকলে, সেটা দুয়ারে সরকারে নিয়ে গিয়ে আবেদন করলেই পরিবারের সবাই আদিবাসী শংসাপত্র পাবেন এবং তাঁদের জন্য বরাদ্দ সব সরকারি সুযোগ সুবিধে পাবেন ৷ এ জন্য দ্রুত ব্যবস্থা নিতে মুখ্যসচিব ও জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সরকারি অনুষ্ঠানে বলেন, "এখানে একটা সমস্যা আছে ট্রাইবাল মানুষদের । সেটা হল, তাঁদের সবার কাগজ নেই । ফলে তাঁদের সমস্যা হচ্ছে । বিভিন্ন প্রকল্প তাঁরা পাচ্ছেন না । দুয়ারে সরকার 15-30 ডিসেম্বর হবে । আদিবাসীদের যাঁদের জমির কাগজ নেই তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে। তাঁরা লক্ষ্মীর ভান্ডারও পাবেন । আমরা চেষ্টা করব সবাইকে কাগজ দেওয়ার । আপনারাও সহযোগিতা করুন । বাড়িতে একজনেরও যদি আদিবাসী শংসাপত্র থাকে, তাহলে তা নিয়ে আসুন, আমরা বাকিদেরও শংসাপত্র করে দেব ৷"

অনেকে ভুয়ো আদিবাসী শংসাপত্র করিয়ে প্রকৃত আদিবাসীদের জন্য প্রাপ্য সুযোগ সুবিধে নিজেরাই নিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে ৷ সেই সমস্যা সমাধানে সরকার সচেষ্ট বলে এ দিন জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "অনেক ফেক সার্টিফিকেট হয়েছে আদিবাসীদের নামে । ট্রাইবালের নামে যাতে যথেচ্ছ ভাবে কাগজ না হয়, আমরা রিভিউ করে তা বাতিল করে দেব । আমাদের শ্রমিকরা ভালো থাকুক এটাই চাই ।" আদিবাসীদের এই সমস্যাগুলি যাতে দ্রুত মিটিয়ে দেওয়া যায়, তাই দুয়ারে সরকারের পাশাপাশি তাঁদের জন্য বিশেষ শিবির আয়োজন করার কথা মুখ্যসচিবকে বলেন মুখ্যমন্ত্রী ৷

আলিপুরদুয়ারের সরকারি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, যে চা বাগান বন্ধ আছে, সেখানকার শ্রমিকদের বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য-সহ সমস্ত পরিষেবা দিতে হবে । তাঁদের 1500 টাকা করে মাসিক ভাতা অবিলম্বে দিয়ে দেওয়ার কথা বলা হয় সরকারি আধিকারিকদের ৷ শ্রম দফতরকে এই মাস থেকেই 1500 টাকা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমার কাছে এই তথ্য উঠে এসেছে যে, ভুটিয়া বস্তি যেখানে আছে তাঁরা নদীর মধ্যে চলে গিয়েছেন । জেলাশাসককে ভুটিয়া বস্তির বাসিন্দাদের উন্নয়নে সাহায্য করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভুটিয়া বস্তির বাসিন্দারা যাতে কোনও ভাবেই সমস্যায় না পড়েন তা দেখতে বলেন তিনি ৷

রাজ্যের বিভিন্ন সাফল্যের খতিয়ান দিয়ে এ দিন মমতা বলেন, "তফসিলি ও আদিবাসীদের মধ্যে যাঁরা বাইরে পড়তে চান, তাঁদের লোন দিচ্ছি ৷ আজকেও 93 কোটি 32 লক্ষ টাকার প্রকল্পের কাজ করা হচ্ছে ৷ চা বাগানে ক্রেশ, স্বাস্থ্যকেন্দ্র, পাট্টা দেওয়া হচ্ছে । আলিপুরদুয়ারকে নতুন জেলা আমরা করেছি । আলিপুরদুয়ারের বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা করেছি । পর্যটনকে গুরুত্ব দিচ্ছি । আজকে আমাদের রাজ্যকে ইউনেসকো পর্যটনক্ষেত্রে বাহবা দিচ্ছে । জয়ন্তী, বক্সা, কালচিনিতে পর্যটন কেন্দ্র আছে । এই এলাকায় পর্যটনে বিকাশ হবে । অনেক কটেজ হবে । এগুলো আরও করা হচ্ছে । 24 হাজার কোটি টাকা উত্তরবঙ্গের বিনিয়োগ হবে । আইটি হাব হবে । পাহাড় ও সমতলেও হবে ।"

আরও পড়ুন:

  1. চা শ্রমিকরা জমির পাট্টা ছাড়াও পাবেন বাড়ি তৈরির টাকা, আলিপুরদুয়ারে কল্পতরু মমতা
  2. 'আমাদের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন !' আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  3. পাহাড় থেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মমতার

ABOUT THE AUTHOR

...view details